বিশেষভাবে সক্ষম হয়েও চাকরি চেয়ে ধর্না মঞ্চে! গ্রুপ-ডি প্রার্থীদের কাতর আর্জি

বিশেষভাবে সক্ষম হয়েও চাকরি চেয়ে ধর্না মঞ্চে! গ্রুপ-ডি প্রার্থীদের কাতর আর্জি

কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ কিছু কম নয়। অন্যান্য চাকরিপ্রার্থীদের মতো এবার সরব হল গ্রুপ ডি ওয়েটিং কর্মপ্রার্থীরা। তাদের বক্তব্য, কলকাতা হাইকোর্টের অনুমতিতে তাদের ধর্না মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আজ ৬১ দিনে পদার্পণ করেছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনও সদর্থক বার্তা তারা পায়নি। এদিকে সোমবার পুরুলিয়া থেকে তাদের এক ওয়েটিং (রাজ্য গ্রুপ ডি) বন্ধু জন্মান্ধ হওয়া সত্ত্বেও সমস্ত শারীরিক প্রতিকূলতাকে জয় করে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এসেছে বলে জানিয়েছে তারা। এরপরেও কোনও ইতিবাচক বার্তা আসছে না বলে দাবি।

আরও পড়ুন- দু’দিনে হাওড়া থেকে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ, প্রচুর সোনার গহনা, দু’টি ল্যাপটপ-সহ বহু নথি

WBGDRB-2017 Group-D Waiting ঐক্য মঞ্চে সুদূর পুরুলিয়া থেকে এক বিশেষভাবে সক্ষম (দৃষ্টিহীন) কর্মপ্রার্থী বৃহস্পতি মাহাতো ন্যায্য চাকরির দাবিতে ধর্নায় সামিল হয়েছে। সত্যিই এমন এক কর্মপ্রাথী মেধার নিরিখে উত্তীর্ণ হয়েও বঞ্চিত তা ভাবতেই অবাক লাগছে অনেকের। বাকি চাকরিপ্রার্থীদের বক্তব্য, এই রকম শত শত পরিবারের স্বপ্ন আজ ভুলন্ঠিত। তাই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাচ্ছে যাতে নির্দিষ্ট দফতরের নিয়ন্ত্রণাধীন রাজ্য গ্রুপ-ডি কর্মপ্রাথীদের চাকরি দেয়।

এদিকে ডিএলএড মামলায় বড় প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, শুধু মামলার পর মামলা হচ্ছে, চাকরি হচ্ছে কোথায়? আসলে ২০১৮ ও ২০২২সালের টেট বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রাথমিক টেটে বিএড প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপরে। এই অবস্থায় টেট কর্তৃপক্ষ এই ধরনের সংশোধনী প্রকাশ করতে পারেন কি না সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =