‘ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলবই’, দলের একাংশকে খোঁচা দিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সৌমিত্র

‘ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলবই’, দলের একাংশকে খোঁচা দিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সৌমিত্র

d6ccd400ceeeb55218f2adc5cfe7b52a

কলকাতা: দলের কোর কমিটিতে জায়গা না পেয়ে গতকালই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। অভিমানে নিজের রাঢ়বঙ্গের পর্যবেক্ষক পদ থেকে ইস্তফাও দিয়ে দেন। এবার ফেসবুকে ক্ষোভ উগড়ালেন সৌমিত্র। আক্রমণ শানালেন দলের একাংশের বিরুদ্ধে৷ ফেসবুকে তিনি লেখেন, “শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলবই।” তিনি যে বঙ্গ বিজেপির একাংশের আচরণে তিনি ক্ষুব্ধ, সে কা স্পষ্ট বুঝিয়ে দেন৷

আরও পড়ুন- স্মার্ট ফোন কিনতে রক্ত বিক্রি করতে গেল কিশোরী! শোরগোল বালুরঘাট হাসপাতালে

দলের একাংশ তাঁর সঙ্গে অন্যায় করেছেন বলেও ঠারেঠোরে বুঝিয়ে দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এদিন তিবি ফেসবুকে লেখেন, “ভারতবর্ষের যশস্বী, সন্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি ও অমিত শাহজীর আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোনও অবকাশ নেই। এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। “যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল” এটা আমি সর্বদা বলবই।” তাঁর বক্তব্যেই উষ্মা প্রকাশ পায়৷