‘সিত্রাং’ নামটির অর্থ কী? কে দিয়েছে? জানুন তথ্য

‘সিত্রাং’ নামটির অর্থ কী? কে দিয়েছে? জানুন তথ্য

কলকাতা: আগামী ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে একটি সুপার সাইক্লোন সৃষ্টি হওয়ার কথা রয়েছে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তা সরাসরি আঘাত হানতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। ঝড়ের গতি ঘণ্টায় ২০০ কিমি পর্যন্ত ছুঁতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এর নামে দেওয়া হয়েছে ‘সিত্রাং’। আপাতত এই নিয়ে চর্চা কম নয়। কারণ কালীপূজোর মধ্যে এই ঝড় এলে কী হতে চলেছে তা নিয়ে আশঙ্কায় সকলে। তবে এই ঘূর্ণিঝড়ের নাম ‘সিত্রাং’ হল কী করে? এই নামের অর্থই বা কী? জানেন?

আরও পড়ুন- প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল ৮৩ বছর

উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী সোমবার ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলার একাধিক জেলায় ৫০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে বলে যেমন আশঙ্কা, ঠিক তেমনই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলেও অনুমান করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের নামের পিছনে আছে অনেক তথ্য। কী সেটা, জেনে নেওয়া যাক।

এই ঘূর্ণিঝড়ের নামে দিয়েছে থাইল্যান্ড এবং উচ্চারণ অনুযায়ী, এটি হল ‘সি-তরাং’। এটি ওই দেশের বাসিন্দাদের একটি পদবি, আবার ভিয়েতনামের ভাষায় এই শব্দের অর্থ পাতা। ২০২০ সালে আবহাওয়া দফতরের তালিকাভুক্ত ১৬৯ টি ঘূর্ণিঝড়ের মধ্যে একটির নাম দেওয়া হয়েছিল ‘সিত্রাং’। এর আগে বাংলায় আছড়ে পড়েছে ফণী, যশ, আমফান, আয়েলার মতো ঘূর্ণিঝড়। যাদের মধ্যে আয়লা বড় ক্ষতি করেছিল কিন্তু সবথেকে বেশি প্রভাব ফেলেছিল আমফান। সেই স্মৃতি আবার ফিরিয়ে আনতে পারে সিত্রাং, এই আশঙ্কা প্রবল। তাই রাজ্যজুড়ে চরম সতর্কতা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + two =