আরও কাছে সিত্রাং! বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ ৭ জেলা, জারি কমলা সতর্কতা

আরও কাছে সিত্রাং! বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ ৭ জেলা, জারি কমলা সতর্কতা

কলকাতা:  ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং৷ সোমবার দুপুর ১২টার সময় এর অবস্থান সাগরদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে৷ বিপদের আঁচ পেয়েই সোমবার সকালে বৃষ্টিরও কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালীপুজোর দিনই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন। 

আরও পড়ুন- ‘খালি চাই চাই.., চাহিদা পূরণ হয়নি বলেই পাগলামিটা বেড়েছে’, সৌমিত্রকে কটাক্ষ সুজাতার

সোমবার সকাল থেকেই দক্ষিণের জেলাগুলির আকাশ থমথমে৷ বেশ কিছু জেলায় ভোর থেকে নাগাড়ে বৃষ্টিও হয়েছে। তবে সকালে ঝিরঝিরে বৃষ্টি হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রভাব বাড়বে ঘূর্ণিঝড় সিত্রাং-এর৷ বাড়বে বৃষ্টির পরিমাণ। ফলে পুজোর আয়োজনে কিছুটা হলেও বাধা পড়তে চলেছে৷ কারণ, সোমবার রাতেই যে শ্যামাপুজো৷ এদিকে, সিত্রাং-এর প্রভাবে রাত থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আজ সকালে হাওয়া অফিসের তরফে জানানো হয়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে৷

কোন সাত জেলায় প্রভাব ফেলবে সিত্রাং? মৌসম ভবন জানাচ্ছে, কলকাতা ছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণায়৷ এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ কোন জেলায় কতটা বৃষ্টি বিপর্যয় হবে, সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এ বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরেই জারি করা হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। আবহবিদেরা জানিয়েছেন, দীপাবলীতে  দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা৷ ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, কলকাতা এবং দুই মেদিনীপুরেও৷ এই ৫টি জেলায় বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভবনা রয়েছে৷ তাপ জরেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা৷ 

সিত্রাং-এর তাণ্ডব শুধু কালীপুজোতেই নয়, চলবে পরের দিনও৷ মৌসম ভবন জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগণা এবং নদিয়ায়। পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও৷

সোমবার সন্ধে থেকেই তীব্র ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে৷ দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। মৌসম ভবন জানিয়েছে, এই তিন জেলায় রাতের দিকে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে৷ হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০ কিলোমিটার৷ মঙ্গলার হাওয়ার তীব্রতা অনেকটাই বাড়বে৷ 

দুই ২৪ পরগণায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। অন্য দিকে, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে পূর্বাভাস৷ 

একে ঘূর্ণিঝড় সিত্রাং, সঙ্গে দোসর আমাবস্যার কোটাল৷ দুইয়ে দাপটে সোম এবং মঙ্গলবার সমুদ্রে বিপুল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে আগাম সতর্ক নবান্ন৷ দিঘা, মন্দারমণি ও তাজপুরে প্রশাসনের তরফে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে৷ পাশাপাশি, কাকদ্বীপ, বকখালির মতো উপকূলবর্তী এলাকাগুলিতেও আগাম প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। সতর্ক করা হয়েছে পর্যটকদেরও৷