বিরিয়ানির মশলায় পুরুষত্ব কমছে! দোকান বন্ধ করালেন তৃণমূলের রবীন্দ্রনাথ

বিরিয়ানির মশলায় পুরুষত্ব কমছে! দোকান বন্ধ করালেন তৃণমূলের রবীন্দ্রনাথ

কোচবিহার: যদি জিজ্ঞেস করা হয় আপনার প্রিয় খাবার কী, তাহলে হয়তো একশ জনের মধ্যে নব্বই জন বলবেন বিরিয়ানি। এই খাবার বাঙালি তথা আপামর মনুষ্য সমাজে একটা আলাদা জায়গা বানিয়েছে। তবে এই বিরিয়ানি নিয়ে কার্যত আজব দাবি তুলে দুটি দোকান বন্ধ করিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর বক্তব্য, ওই দোকানের বিরিয়ানি খেয়ে পুরুষরা পুরুষতা হারাচ্ছেন! তাঁর এই কথা শুনে অধিকাংশ মানুষ তাজ্জব।

আরও পড়ুন- ‘খালি চাই চাই.., চাহিদা পূরণ হয়নি বলেই পাগলামিটা বেড়েছে’, সৌমিত্রকে কটাক্ষ সুজাতার

ঘটনা হল, কোচবিহার শহরের দু’টি বিরিয়ানির দোকানের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। তা খতিয়ে দেখতে ওই দুটি দোকানে হানা দেন পুরকর্মীরা এবং তাঁদের নেতৃত্ব দেন পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে গিয়েই তিনি অভিযোগ করেন, ট্রেড লাইসেন্স ছাড়া দোকান চলছে। কারা চালাচ্ছে তা আদতে কেউ জানে না। বেআইনিভাবে ব্যবসা চলছে। এই পর্যন্ত সব ঠিক ছিল। তবে অবাক হতে হয় রবীন্দ্রনাথের পরের বক্তব্য শুনে। তিনি বলেন, এই দোকানগুলিতে বিভিন্ন ধরনের মশলাযুক্ত বিরিয়ানি খেয়ে পুরুষরা পুরুষতা হারাচ্ছেন। তাই এগুলি বন্ধ করা হচ্ছে। ব্যস, এই মন্তব্য শোনার পর থেকেই যত হাস্যরস ছড়িয়েছে।

কোচবিহার পুরসভার ভবানীগঞ্জ বাজার লাগোয়া পাওয়ার হাউস চৌপট্টির দুটি দোকানের এই বিরিয়ানি নিয়ে অন্য অভিযোগ মানা গেলেও, কেউই তৃণমূল নেতার এই মন্তব্য মানতে পারছেন না। প্রায় সকলের মতে, অবৈজ্ঞানিক মন্তব্য করেছেন তিনি। আদতে এরম কোনও মশলা বিশ্বে আছে কিনা সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যদিও বেশিরভাগ মানুষ বিষয়টি হেসেই উড়িয়ে দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 11 =