শিম্পাঞ্জি ‘বাবু’র জন্মদিনে জমজমাট সেলিব্রেশন, কেক কেটে পালন মীর-স্বস্তিকার

শিম্পাঞ্জি ‘বাবু’র জন্মদিনে জমজমাট সেলিব্রেশন, কেক কেটে পালন মীর-স্বস্তিকার

কলকাতা: বাবুর জন্মদিন বলে কথা৷ আর সেলিব্রেশন হবে না? সেই উপলক্ষেই দীপাবলির পরের দিন সেজে উঠল আলিপুর চিড়িয়াখানা৷ শিম্পাঞ্জি বাবুর জন্মদিন পালন করতে হাজির হলেন মীর আফসার আলি, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তরা৷ এসেছিলেন সপ্তর্ষি মৌলিকও৷ টলি তারকাদের সমাগমে সে এক এলাহি আয়োজন৷ 

আরও পড়ুন- শিশু মৃত্যুর ঘটনার রেশ কাটেনি, আবার বোমা উদ্ধার ভাটপাড়ায়

৩৪-এ পা রাখল বাবু৷ দুষ্টু স্বভাবের বাবু কিন্তু খুবই মিষ্টি৷ তাই তো সে সকলেরই প্রিয়৷ ১৯৯৮ সালে চেন্নাইয়ের আরিগনার অন্না জুলজিক্যাল পার্ক থেকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল তাকে। তারপর থেকে এই শহরেই রয়ে গিয়েছে সে৷ চিড়িয়াখানায় গেলে তার দেখা মিলবেই৷ তবে বুধবার তাঁর দর্শক ছিল একটু বেশিই। জন্মদিন বলে কথা৷ প্রসঙ্গত, বাবুকে দত্তক নিয়েছিলেন সোহিনী ও সম্পর্ষি। বাবুর জন্মদিন সেলিব্রেট করতে পেরে খুশি তাঁরা দু’জনেই। এদিকে, নিমন্ত্রণ রক্ষা করতে পেরে খুশি মীর ও স্বস্তিকাও। 

বাবুর জন্মদিনে এসে বন্যপ্রাণ দত্তক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন স্বস্তিকা। আরও মানুষ যাতে বন্যপ্রাণী দত্তক নিতে এগিয়ে আসেন নেন, সেই আর্জি জানান সোহিনী৷ এদিকে, পাঁচ কোটি মানুষ বাবুকে দেখতে এসেছে৷ তাঁদের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল৷ অনেকেই কথা রেখেছেন৷ বুধবার বাবুর খাঁচার সামনে ছিল বিস্তর ভিড়৷ আনা হয়েছিল ২টি কেক৷  শুধু জন্মদিন নয়৷ দূর থেকে ভাইফোঁটাও দেওয়া হয় বাবুকে৷ এদিন মজা করে মীর বলেন, বাবু সৎ পাত্র৷ এবার ওর জন্য মেয়ে খুঁজতে হবে৷