ভাটপাড়া: বোমা ফেটে কিশোরের মৃত্যুর ঘটনা নিয়ে তরজা এখনও থামেনি, এরই মধ্যে আবার ভাটপাড়ায় বোমা উদ্ধার হল। রিলায়েন্স জুটমিল শ্রমিক লাইন থেকে বোমা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। কারা এই বোমা রেখেছে বা আর অন্য কোথাও বোমা রাখা আছে কিনা জানতে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। এমনিতে বোমা উদ্ধারের ঘটনা, গুলি চালানোর মতো বিষয় এই এলাকায় খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে মানুষ যে আতঙ্কিত তাতে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন- ভোর হলেই বেশ ঠাণ্ডা লাগছে গায়ে, কবে আসছে শীত? জানাল হাওয়া অফিস
মঙ্গলবার বোমা ফেটে মৃত্যু হয়েছিল একটি শিশুর। অপর একটি শিশু গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। রেললাইনের ধারেই পড়ে থাকতে দেখা যায় অনেকগুলি বোমা। পরে তা উদ্ধার করা হয়। কিন্তু সেই ঘটনার ঠিক পরের দিনই আবার বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে এলাকাবাসীর মধ্যে। চাঞ্চল্য এখানেই শেষ নয়। কালীপূজোর সময়ে তৃণমূল এক নেতাকে গুলি করার মতো ঘটনাও ঘটেছে জগদ্দলে। অর্থাৎ এই গোটা এলাকায় পরপর যা ঘটনা ঘটেছে তা স্বাভাবিকভাবে চিন্তা বাড়ায় প্রশাসনের।
এদিকে বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেস সরকারকেই দোষ দেওয়া হচ্ছে পুরোপুরি। তাদের বক্তব্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই সন্ত্রাস বাড়াতে এবং ভোট ব্যাঙ্ক বাঁচাতে বোমা রাখছে শাসক দলের লোক। লোককে ভয় দেখিয়ে ভোট লুট করাই তাদের লক্ষ্য। তাই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে আছেন।