ধর্নামঞ্চে ভাইফোঁটার আয়োজন, ফোঁটা নিলেন সেলিম, হাজির দিলীপও

ধর্নামঞ্চে ভাইফোঁটার আয়োজন, ফোঁটা নিলেন সেলিম, হাজির দিলীপও

কলকাতা: রাজ্যে এখন উৎসবের বাতাবরণ। কিন্তু ওদের পরিবারের সঙ্গে উৎসব পালন বলে কিছু নেই। দীর্ঘ দিন পেরিয়ে যাওয়ার পরেও ওরা রাস্তায়। আন্দোলনের ৫৯১ দিন হয়ে গেলেও সরকারের তরফে কোনও পদক্ষেপ নেই। এসএসসি চাকরিপ্রার্থীরা তাই রাস্তাকেই বেছে নিয়েছেন জীবনযাপনের জন্য। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, দীপাবলির পর ভাইফোঁটাতেও তাদের জায়গা বদল হয়নি। কিন্তু রীতি পালন করতে ভোলেনি তাঁরা কেউই। ধর্নামঞ্চেই তাই আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। আর সেখানে উপস্থিত হয়েছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুন- শিশু মৃত্যুর ঘটনার রেশ কাটেনি, আবার বোমা উদ্ধার ভাটপাড়ায়

মেয়ো রোডের রাস্তাতেই ভাইফোঁটা উদযাপন করেছে এসএসসি চাকরিপ্রার্থীরা। সেখানেই হাজির হয়েছিলেন বিরোধী রাজনৈতিক দুটি দলের বর্ষীয়ান নেতারা। মহিলা চাকরিপ্রার্থীদের বক্তব্য, দীর্ঘ সময় হয়ে গেল পরিবার-পরিজন থেকে দূরে তারা। কিন্তু এখানের দাদা-ভাইরাই তাদের রক্ষা করছেন এত সময় ধরে। তাই তাদের জন্যই এই আয়োজন করা হয়েছে। আসলে এখন সবাই সবার পরিবারে পরিণত হয়েছে। তাই ভাইফোঁটা উপলক্ষ্যে এই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের এই আয়োজনকে কুর্নিশ জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তাঁর কথায়, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। এটা একটা পরিবার আর আজকের আয়োজন তারই প্রমাণ।

এদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন মাতঙ্গিনী হাজরার পাদদেশের ধর্না-অবস্থানে। সেখানে মিষ্টি এবং জামাকাপড় বিতরণ করেন। তবে সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। দিলীপ বলেন, ৮ বছর ধরে স্বচ্ছ নিয়োগ হয়নি এই সরকারকের আমলে। তারা ব্যর্থ হয়েছে। তাই আজ এদের সকলকে ভাইফোঁটার দিনেও রাস্তায় বসে থাকতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − sixteen =