চাকরিপ্রার্থীদের উপর পুলিশি অভিযান, ‘গুরুত্বপূর্ণ নয়’, মামলা গেল রেগুলার বেঞ্চে

চাকরিপ্রার্থীদের উপর পুলিশি অভিযান, ‘গুরুত্বপূর্ণ নয়’, মামলা গেল রেগুলার বেঞ্চে

কলকাতা: নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ীতে অমরন অনশনে বসেছিলেন ২০১৪ টেটে উত্তীর্ণরা৷ রাতের অন্ধকারে সেই ধরনা মঞ্চ থেকে তাঁদের টেনে হিঁচড়ে তুলে দেয় পুলিশ৷ এই ঘটনার প্রেক্ষিতে আগেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে৷ শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি ছিল। শুনানির সময় মামলাটি অতি জরুরি নয় বলে উল্লেখ করল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি মামলা পাঠানো হল রেগুলার বেঞ্চে৷  শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়, আগামী মঙ্গলবার পুজোর ছুটির পর রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হবে। 

আরও পড়ুন- ‘যোগ্যতার চেয়ে বিশ্বাসযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ!’ মোদীকে নিয়ে বেফাঁস সুকান্ত

আচার্যভবনের সামনে থেকে রাতের অন্ধকারে অনশনরত চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ হয়। রাজ্যের সাংস্কৃতিক জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রতিবাদে পথে নামেন। একটি বিবৃতিতে বুদ্ধিজীবীরা লেখেন, ‘‘অনশনরত চাকরিপ্রার্থীদের কী ভাবে বলপ্রয়োগ করে বিধাননগর পুলিশ সরিয়ে দিয়েছিল সংবাদমাধ্যমে আমরা তা দেখেছি। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই এবং পশ্চিমবঙ্গের নাগরিকের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ বলে মনে করি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =