ইসলামাবাদ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তেজনা ভারত-পাকিস্তানে৷ প্রযুক্তিগত ত্রুটির জেরে ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে আছড়ে পড়ে পাকিস্তানের মাটিতে৷ এই ঘটনায় লিখিত বিবৃতি দেওয়ার পাশাপাশি যৌথ তদন্তের দাবি করল করাচি৷
আরও পড়ুন- রকেট-ট্যাঙ্ক থেকে নিষিদ্ধ অস্ত্র! কিয়েভ দখলে মরিয়া মস্কো, বহু প্রাণহানির আশঙ্কা
এদিন লিখিত বিবৃতি দিয়ে পাকিস্তান জানায়, এহেন ঘটনার পুনরাবৃতি রুখতে কী পদক্ষেপ করা হয়েছে, তা বিস্তারিতভাবে ভারতকে জানাতে হবে। কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত ও স্পষ্টভাবে জানাতে হবে।’ কারাচির প্রশ্ন, ‘কেন এই ধরনের দুর্ঘটনার পর পাকিস্তানকে আগে সূচিত করা হল না?’ সুর চড়িয়ে পাকিস্তান আরও বলেছে, ‘যথাসময়ে ভারত এ বিষয়ে নিজেদের বক্তব্য না জানালে, করাচি আন্তর্জাতিক সংস্থার কাছে বিষয়টি জানানো হবে।’
বুধবার হরিয়ানার সিরসায় সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনার ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে ঢুকে পড়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। তবে এই খবরটি প্রথম জানায় রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে এই ঘটনার কথা স্বীকার করে নেয় নয়াদিল্লি। ভুলবশত ঘটনাটি ঘটেছিল বলেও উল্লেখ করা হয়। ঘটমনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলেও জানায় নয়াদিল্লি। তবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোঈদ ইউসুফের অভিযোগ, রুশ সংবাদমাধ্যম বিষয়টি প্রকাশ্যে আনার আগে নয়াদিল্লি উচিত ছিল এ বিষয়ে ইসলামাবাদকে জানানো৷ অথচ সেই সৌজন্যটুকুও দেখায়নি ভারত৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>