কলকাতা: মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘ দিন ধরেই রাজ্য সরকারের কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে৷ এ নিয়ে স্যাটে মামলাও হয়৷ পরে সেই মামলা কলকাতা হাই কোর্টে পৌঁছয়৷ এই মামলায় কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। শুক্রবার হাই কোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন- আঁধার কাটবে? DA মামলায় হাইকোর্টে হলফনামা জমা দিল রাজ্য
কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে। গত মে মাসের ২০ তারিখ হাই কোর্ট তার নির্দেশে জানিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সেই নির্দেশ মোতাবেক রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্ত, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ডিএ দেয়নি রাজ্য সরকার৷ এই অভিযোগে হাই কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। যদিও রাজ্যের দাবি, এই মামলা গ্রহণযোগ্য নয়৷
একই সঙ্গে ডিএ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু রায় পুনর্বিবেচনা করার রাজ্যের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।তাঁরা আগের রায় বহাল রাখেন। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>