কলকাতা: চাকরির দাবিতে যখন আন্দোলনের জোয়ার রাজপথে, তখন এসএসসি দফতরের সামনে অন্য ছবি৷ শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা সকলের নিয়োর প্রক্রিয়া শুরু৷ এসএসসি অফিসে চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু হল বৃহস্পতিবার থেকে৷ ছ’বছর অপেক্ষা পর শুরু কাউন্সেলিং৷ কারও চোখে যুদ্ধজয়ের জল৷ কেউ আবার ১৫ বার গ্রেফতার হওয়ার পর হাতে পেলেন নিয়োগের কাগজ৷
আরও পড়ুন- মানেকা গম্ভীরকে রক্ষাকবচ কেন? রায় চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে ED
হকের চাকরির দাবিতে দফায় দফায় সরগরম হয়ে উঠছে রাজপথ৷ পুলিশের কামড় খেতে হচ্ছে চাকরিপ্রার্থীদের, ঠিক তখন মিলল স্বস্তির খবর৷ স্কুল সার্ভিস কমিশনের কার্যলয়ের সামনে চাকরিপ্রার্থীদের ভিড়৷ কাউন্সেলিং-এর পর চাকরির নিশ্চয়তা নিয়ে ফিরবেন বাড়িতে৷ ছ’ বছর অপেক্ষার পর শারীর শিক্ষা ও কর্মশিক্ষার ১৪০৪ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং পর্ব শুরু হয়েছে৷
এক চাকরিপ্রার্থী বলেন, ‘‘আমরা দীর্ঘ দিন লড়াই করেছি৷ অনেক আন্দোলন হয়েছে৷ আমরা ১৪০৪ জনই মেধাতালিকাভুক্ত ছিলাম৷ আজ ৩০০ জনের মতো প্রার্থীকে কাউন্সেলিং-এ ডাকা হয়েছে৷ ১৬ তারিখ পর্যন্ত কাউন্সেলিং চলবে৷ এতদিন পর চাকরি পেয়ে আমরা আপ্লুত৷’’ অপর এক চাকরিপ্রার্থীর চোখে জল৷ চোখ মুছে তিনি বলেন, ‘‘এটা দীর্ঘ অপেক্ষার ফল৷ এটা খুশির কান্না৷ হতাশা থেকে বেড়িয়ে আসার রাস্তা এতদিন পর খুঁজে পেলাম৷’’ আবার একজন বললেন, ‘‘এতদিন বেকার ছিলাম৷ এই ক’বছর অনেক জ্বালা-যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে৷ কখনও মাঠে কাজ করেছি৷ কখনও টিউশন পড়িয়েছি৷ এত দিন পর রেকমেন্ডেশন পেলাম৷’’
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, জেলাভিত্তিকভাবে শূন্যপদ দেখে নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা প্রার্থীদের আলাদা আলাদা কাউন্সেলিং হচ্ছে। পৃথক সুপারিশের আয়োজনও করা হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>