বাম আমলের আটকে থাকা নিয়োগ অবিলম্বে চালু করতে হবে, পর্ষদকে হাই কোর্ট

বাম আমলের আটকে থাকা নিয়োগ অবিলম্বে চালু করতে হবে, পর্ষদকে হাই কোর্ট

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য৷ এমতাবস্থায় বাম আমল থেকে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে চালু করার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। অপ্রশিক্ষণ প্রাপ্তদেরই অগ্রাধিকার দিতে হবে। উল্লেখ্য,২০০৯ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার চাকরিপ্রার্থী তাঁরা।

আরও পড়ুন- ৩ হাজার ৯২৯ জনের নিয়োগের মামলায় শুনানি শেষ, রায়দানের অপেক্ষা

উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং মালদা- এই তিন জেলায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেও গত প্রায় ১০ বছর ধরে দক্ষিণ ২৪ পরগনার নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ২০০৯ এর প্রাথমিক চাকরি প্রার্থীদের আবেদনের ভিত্তিতেই এই রায় দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণা রাও এর ডিভিশন  বেঞ্চ । আদালতের নির্দেশ, দুই সপ্তাহের মধ্যে নিয়োগের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে পর্ষদকে।