হুড়মুড়িয়ে ভাঙল সরকারি স্কুলের শৌচাগারের পাঁচিল, মৃত্যু একাদশের পড়ুয়ার

হুড়মুড়িয়ে ভাঙল সরকারি স্কুলের শৌচাগারের পাঁচিল, মৃত্যু একাদশের পড়ুয়ার

কলকাতা: স্কুলে শৌচাগারের দেওয়াল ভেঙে মৃত একাদশ শ্রেণির ছাত্র। গুরুতর জখম হয়েছেন আরও এক ছাত্র। ঘটনাটি মালদার মোথাবাড়ির বাঙ্গিটোলা হাইস্কুলের৷ 

আরও পড়ুন- চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে বসার অনুমতি হাইকোর্টের, আছে শর্ত

স্থানীয় সূত্রে খবর, এদিন দুর্ঘটনার পর গুরুতর জখম হয় জিসান শেখ নামে এক ছাত্র৷ তাঁকে এবং আহত অপর এক ছাত্রকে তড়িঘড়ি মলদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানেই মৃত্যু হয় জিসানের৷ তাঁর বয়স ১৭ বছর। জিসান বাঙ্গিটোলা ফিল্ডকলোনি এলাকার বাসিন্দা। অপর এক আহত ছাত্রের নাম জিসান মোমিন (১৭)। তিনি জোতঅনন্তপুর এলাকার বাসিন্দা। তাঁরা দু’জনেই একাদশ শ্রেণীর ছাত্র৷ 

মৃত ছাত্রের দাদা সফিকুল শেখ জানান, প্রতিদিনের মতো এদিনও সময় মতো ভাই স্কুলে গিয়েছিল। স্কুলে টিফিনের সময় শৌচাগারে যায় সে। তখনই শৌচাগারের ছাদের একটা অংশ এবং পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জিসানের মাথার ওপর৷ সেই সময় আরও শৌচাগারে ছিল আরও এক ছাত্র। তিনিও গুরুতর জখম হন। এই ঘটনায় অবশ্য স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷ দীর্ঘদিন ধরে স্কুলের শৌচাগারের বেহাল দশা৷ কেন তা মেরামত করা হয়নি? প্রশ্ন তুলেছেন মৃত ও আহতদের পরিবার৷