কলকাতা: একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন চেকলিস্ট অনলাইনেই হবে স্কুল থেকে। এছাড়া, উচ্চ মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিলাপও অনলাইনেই হবে। এমনটাই জানা গিয়েছে বুধবার। আসলে উচ্চমাধ্যমিকের অ্যাকাডেমিক এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজকর্ম ডিজিটালাইজ করার জন্য এই বছর আগে থেকেই নতুন পোর্টাল চালু করেছিল উচ্চমাধ্যমিক সংসদ। সেই প্রেক্ষিতেই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন- NEET-এ উজ্জ্বল বাংলার দেবাঙ্কিতা, রাজ্যে তৃতীয় এবং দেশে ২২ তম স্থানে
এই বিষয় নিয়ে ‘মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’ বা STEA-এর তরফ থেকে অনিমেষ হালদার জানান, এই উদ্যোগ অবশ্যই ভাল। কিন্তু এক এক করে স্কুলের সমস্ত কাজই ডিজিটালাইজড করা হচ্ছে৷ অথচ স্কুলগুলোতে কোন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে না। ফলে সমস্যায় পড়ছে স্কুলগুলি।