এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ED, গরু পাচার মামলায় সাময়িক স্বস্তি কেষ্টর

এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ED, গরু পাচার মামলায় সাময়িক স্বস্তি কেষ্টর

f52f2af84e1ccad6fb7c1df5c64d8710

কলকাতা: গরু পাচার মামলায় ইতিমধ্যেই  অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে দিল্লি নিয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রতকেও দিল্লি নিয়ে যেতে চান ইডি-র আধিকারিকরা৷ তাঁকে দিল্লি নিয়ে যেতে রাজধানীর রাউলস অ্যাভিনিউ কোর্টে আবেদনও করেছিলেন তাঁরা। সেই আবেদন মঞ্জুরও করা হয়৷ এর পরেই দিল্লি আদালতে চ্যালেঞ্জ করে মামলা করেন কেষ্ট। সেই মামলার শুনানি ৭ দিন পিছিয়ে যাওয়ায় এখনই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি৷

আরও পড়ুন- যেটা দল দেবে তা নেওয়ার অধিকারও আছে! স্পষ্টবার্তা দিলেন দেবাংশু

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ এক পর থেকে আসানসোল সংশোধনাগারেই রয়েছেন তিনি। আসানসোল জেলে গিয়েই তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা৷ কিন্তু তিনি জেরায় সহযোগিতা করেননি বলেই দাবি৷ এর পরেই খাতায়-কলমে তাঁকে গ্রেফতার করে ইডি৷ 

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে ছিল এই মামলার শুনানি৷ কিন্তু এদিন আদালতে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল। মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়৷ তীব্র বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু, সেই বিরোধিতাকে মান্যতা দেওয়া হয়নি৷