কাঁথি: তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে কৌতূহল অনেক। তবে তার থেকেও বেশি জল্পনা তৈরি হয় যখন সভাস্থলে যাওয়ার পথে কনভয় থামিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকেন কাঁথির মারিশদার গ্রামে। কেন সেই গ্রামে গেলেন তিনি, কী কাজ ছিল, এই সব প্রশ্ন উঠতে শুরু করে। আসলে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে এবং তাদের সমস্যা শুনতেই যান অভিষেক। জানা গিয়েছে, তৃণমূল নেতাকে গ্রামবাসীরা রাস্তা এবং নিকাশি ব্যবস্থার বিষয়ে আর্জি জানান। অভিষেক তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন- হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ, ‘দুয়ারে রেশন’ নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের
এদিকে কাঁথির সভাস্থলে ভিড় জমিয়েছে তৃণমূল কর্মী এবং সমর্থকরা। বিস্ফোরণের ঘটনা ঘটায় এই সভা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। কারণ যে স্থানে বিস্ফোরণ হয়েছে তার থেকে এই সভাস্থল খুব বেশি দূরে নয়। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, সভায় ভিড়ের যা লক্ষ্যমাত্রা ছিল ছাপিয়ে গিয়েছে। এখনও অনেকে সভাস্থলের উদ্দেশে যাচ্ছেন। অন্যদিকে অধিকারী বাড়ি ‘শান্তিকুঞ্জে’-এর সামনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিআই, এসআই, এএসআই এবং মহিলা পুলিশ। রয়েছে র্যাফও। কোনও রকম যাতে অশান্তি সৃষ্টি না হয় সেই বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে।
একই দিনে অভিষেকের গড় ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে সভা শুভেন্দু অধিকারীর। তবে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সভার পথেই তৃণমূল এবং বিজেপি সংঘর্ষ হয়। ইট ছোড়াছুড়ি থেকে শুরু করে বাইকে আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। পুলিশও কাঁদানে গ্যাস ছুড়েছে বলে খবর।