কলকাতা: গরু পাচার মামলা নিয়ে আরও চাপ বাড়ল তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের। তাঁকে দিল্লি নিয়ে যেতে বদ্ধপরিকর ইডি। কিন্তু তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন নেতা। ইডির মামলা খারিজের আর্জি জানান অনুব্রত। সোমবার সেই মামলার শুনানি থাকলেও তা হল না। পিছিয়ে গিয়েছে এই মামলার শুনানি। কিন্তু কেন পিছোল মামলার শুনানি?
আরও পড়ুন- প্রকাশ্য বাজারে কোপের পর কোপ, কাটা হল মহিলার স্তন! আততায়ীর নাম জানিয়েই মৃত্যু তরুণীর
জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে ইডি জানিয়েছে এই মামলার প্রতিলিপি এখনও হাতে পায়নি তারা। এদিকে অনুব্রত মণ্ডল এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু ইডিকে আদালত অতিরিক্ত সময় দেওয়ার কারণে এই মামলার শুনানি পিছিয়ে গেল। আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নিজেদের অবস্থান জানাতে বলেছিল। কিন্তু ইডি জানিয়েছে, কেন তারা এখন কোনও অবস্থান জানাতে পারছে না। নিজেদের অবস্থান জানাতে আরও কিছুটা সময় চেয়েছে ইডি। আদালত জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দুপুর ২টোয় মামলার পরবর্তী শুনানি হবে।
সিবিআই তাঁকে গ্রেফতার করার পর আসানসোল জেলে গিয়েই অনুব্রতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি আধিকারিকরা৷ কিন্তু তিনি জেরায় সহযোগিতা করেননি বলেই দাবি৷ এর পরেই খাতায়-কলমে তাঁকে গ্রেফতার করে ইডি৷ আর এখন তাঁকে দিল্লি নিয়ে যেতে চায় তারা।