রামপুরহাট: তৃণমূল নেতা ভাদু শেখের হত্যার পর রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। কিছুদিন আগে এক মূল অভিযুক্তকে পাকড়াও করেছে তারা। এবার সিবিআইয়ের জালে আরও এক চক্রী। জানা গিয়েছে, ভাদু শেখের সৎ ভাইকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। সূত্রের খবর, ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সেখানেই বেশ কিছুদিন যাবত লুকিয়ে ছিল সে।
আরও পড়ুন- ডানলপের বহুতলে ‘বিস্ফোরণ’ থেকে বিধ্বংসী আগুন, ফ্ল্যাটে আটকে একাধিক মহিলা-শিশু
বগটুই গ্রামে যে আগুন লাগার ঘটনা তাতে এই ধৃত ব্যক্তি তথা ভাদু শেখের সৎ ভাই জাহাঙ্গীর শেখের নাম উঠে এসেছিল। দুজনের সম্পর্ক নাকি অত্যন্ত ভাল ছিল। ভাদু শেখের খুনের পর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত বলেই মনে করছে সিবিআই। তাই জাহাঙ্গিরের হদিশ পেতে তদন্ত শুরু করে তারা এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার বগটুই কাণ্ডের আরেক অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করে সিবিআই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই জাহাঙ্গিরকে গ্রেফতার করা হয়েছে।
রামপুরহাটের বগটুই মোড়ে পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখের ওপর বোমা হামলা হয়। তিনি খুন হন। এরপর ওইদিন রাতে গ্রামের ভিতর একাধিক বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। অনেকের মৃত্যু হয়েছিল তাতে। তবে সিবিআই দাবি করেছিল, বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে তা থামানো যেত। থামাতে পারতেন অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। কিন্তু তিনি তা করেননি। অগ্নিকাণ্ড রুখতে তিনি কোনও পদক্ষেপ নেননি।