কলকাতা: এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের উদ্বোধনে এদিন হাসপাতালে আসেন তিনি। ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ার্ডে ঢুকে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথাও বলেন তিনি। হাসপাতালে ভর্তি প্রক্রিয়া নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন তিনি৷ ব্যবস্থাপনা নিয়ে তিনি বিরক্ত৷ রাতে সিনিয়র চিকিৎসক রাখা নিয়েও সওয়াল করেন মমতা। ডাক্তারদের ইঞ্জেকশন ও স্যালাইন দেওয়ার দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- SSKM-এর পরিকাঠামো নিয়ে উষ্মাপ্রকাশ, রেফার নিয়েও সরব হলেন মমতা
এদিন এসকেএম-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”একবার এখানে ব্লাড টেস্ট করাতে এসে রক্ত নিতে গিয়ে আমার হাত একেবারে ফুলিয়ে দিয়েছিল। এগুলো অভিজ্ঞতার ফসল। আবার অনেক নার্সের হাত এত ভালো যে বোঝাই যায় না।” এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা নিয়ে তিনি স্বভাবতই ক্ষুদ্ধ। এদিন ট্রমা কেয়ার সেন্টার ভিজিটের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্যালাইন কী ভাবে দিতে হবে সেটা তো জানা দরকার৷ আর ট্রমা ইউনিটে তো সেটা সবার আগে দরকার। প্রক্রিয়া চলবে কিন্তু চিকিৎসা তো আগে। গর্ভবতী মহিলা এলে তাঁর রেজিস্ট্রেশনে ছয় ঘণ্টা লাগলে রোগী তো মরে যাবে। সকালে চিংড়িহাটার দুর্ঘটনায় আহতদের অনেককেই ভালোভাবে যত্ন নেওয়া হয়েছে৷ তাঁদের শুশ্রুষাও করা করেছে। আবার এক দু’জনকে দেখলাম ব্যান্ডেজ পর্যন্ত ঠিক করে করা হয়নি। রক্ত আটকাতে কটা লিউকোপ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে। আমার দেখে খুব খারাপ লাগে।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>