কলকাতা: দিল্লি সফর থেকে ফেরার পর এদিন এসএসকেএম হাসপাতালের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে আবারও হাসপাতালের পরিকাঠামো নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি। এছাড়া রেফার নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বার্তা দেন, আগে রোগীর চিকিৎসা, তারপর সব কিছু করতে হবে হাসপাতালকে।
আরও পড়ুন- সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড়! কতটা প্রভাব পড়বে বাংলায়, জানাল হাওয়া অফিস
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল। বহু মানুষ এসএসকেএম হাসপাতালে আসেন। এখানে অনেক নার্স, আশা কর্মী নেওয়া হয়েছে। এই হাসপাতাল বাংলার গর্ব। তাই রোগী রেফার করে দিয়ে দায় এড়িয়ে গেলে চলবে না। সব রোগীকে স্বাভাবিক এবং সুষ্ঠু পরিষেবা দিতে হবে। আসলে এদিন হাসপাতালে একাধিক পরিষেবা উদ্বোধনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈদ্যুতিক সাব স্টেশন ও চারতলা স্পোর্টস মেডিসিন বিভাগের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি জানান, রাজ্যের হাসপাতালের বেডের সংখ্যা ৪০ হাজার থেকে বেড়ে প্রায় ৯৭ হাজার হয়েছে। ডাক্তারের সংখ্যা ৪ হাজার থেকে বেড়ে প্রায় ১৬ হাজার হয়েছে। নার্সের সংখ্যাও ৬৭ হাজারের কাছাকাছি চলে এসেছে।
তবে চিকিৎসা পরিষেবা বা রেফার ছাড়াও চিকিৎসকদের নিয়েও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, রাতেও হাসপাতালে সিনিয়ার ডাক্তার থাকতে হবে। কারণ, জরুরি ক্ষেত্রে আগে চিকিৎসা প্রয়োজন। কোথাও যদি সিস্টেমে ভুল থাকে তাহলে তা ঠিক করতে হবে। আগে রোগীর চিকিৎসা। পরে প্রসেস।