নয়াদিল্লি: রাজ্যের ডিএ (মহার্ঘ ভাতা) মামলা এতদিন ছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে। এবার এই মামলা শুনবেন দুই বাঙালি বিচারপতি। হৃষীকেশ রায় এবং দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে চলে গিয়েছে এই মামলা। জানা গিয়েছে, তাঁদের বেঞ্চে এই মামলার শুনানি ১৪ ডিসেম্বর অর্থাৎ বুধবার। আসলে গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে বুধবার ডিএ মামলার শুনানি।
কলকাতা হাইকোর্ট গত ২০ মে নির্দেশ দিয়েছিল, পরের তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্য তা দেয়নি। সেই প্রেক্ষিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। তারই শুনানি বুধবার। আগেই অবশ্য রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, কলকাতা হাই কোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হলে খরচ হবে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা।
এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ১৪ ডিসেম্বরের মধ্যে মামলার সব পক্ষকে নিজেদের সংক্ষিপ্ত যুক্তি লিখিত আকারে জমা দিতে হবে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি দেশের শীর্ষ আদালত। কিন্তু রাজ্যের বিরুদ্ধে আনা আদালত অবমাননার মামলার শুনানির ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত আগামীকালের রায়ের দিকে তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী।