‘সরকারের ভূমিকা ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘সরকারের ভূমিকা ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

2d961ce9f885bba135d048d8cd50738c

 কলকাতা: টেট দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি৷ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে এজলাসে৷ বিভিন্ন মামলায় রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে গিয়েছেন তিনি৷ তবে দিন কয়েক আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন৷ বুধবার আরও একবার তাঁর মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীর প্রশংসা৷ তিনি বললেন,  ” সরকারের ভূমিকা যদি সঠিক থাকে, তবে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব।”     

আরও পড়ুন- লালনকাণ্ডে আধিকারিকদের বিরুদ্ধে করা FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টে CBI

বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানির মাঝে পর্ষদ ও মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, “শিক্ষা পর্ষদ যদি ভাল কাজ করে তার প্রশংসা আমি করবই। আবার সরকারের যদি ভূমিকা সঠিক থাকে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রশংসা করব।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “তবে যদি দেখি শিক্ষা পর্ষদ ভুল কাজ করছে, তাহলে তার সমালোচনাও আমি করব। এর পেছনে অন্য কোনও কারণ নেই।”  

উল্লেখ্য, এর আগেও পর্ষদের প্রতি সন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ছ’ বছর পর রাজ্যে টেট অনুষ্ঠিত হয়েছে৷  মঙ্গলবার একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, “টেট হওয়ার পর কপি দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।” এদিন ফের পর্ষদের প্রশংসা  বিচারপতির মুখে।