কলকাতা: গরু পাচার মামলায় তাঁর বিরুদ্ধে ইডি যে ইসিআর (ECR) করেছিল তা খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি বিবেক চৌধুরী। গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। তা নিয়ে দিল্লি হাই কোর্টেও মামলা চলছে। আগেই উচ্চ আদালতে ইডির মামলা খারিজের আর্জি জানান অনুব্রত। সেই মামলাতেই এদিন রায়দান স্থগিত রাখলেন বিচারক।
আরও পড়ুন- ডিসেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সময় বুঝে সেরে ফেলুন জরুরি কাজ
এই মামলা সংক্রান্ত বিষয়ে গত শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের অবস্থান জানাতে বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ইডি তখন জানিয়েছিল তারা মামলার প্রতিলিপি হাতে পায়নি। তাই, নিজেদের অবস্থান জানাতে আরও কিছুটা সময় নিয়েছিল। তারপর আজ, ১৬ তারিখ এই মামলার শুনানি হয়। তবে শুধু ইডির মামলা খারিজের আর্জি নয়, হাইকোর্টে জামিনেরও আর্জি জানিয়েছিল অনুব্রত মণ্ডল। কিন্তু সেই মামলাতেও কোনও স্বস্তি আপাতত তিনি পাননি। খোদ আদালতের মন্তব্য, গরু পাচারকাণ্ডে অনুব্রত ‘অনেক বেশি প্রভাবশালী’।
এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র কয়েক জন সাক্ষী নন, বিচারকও হুমকির শিকার হচ্ছেন। তাই এই মামলায় অন্য জামিন পাওয়া অভিযুক্তদের থেকে অনুব্রত অনেক বেশি প্রভাবশালী, এতে কোনও সন্দেহ নেই। তাই স্বাভাবিকভাবেই বলা যায়, তৃণমূল নেতা আরও বিপাকে পড়লেন।