স্মরণীয় ফাইনাল! হাইকোর্টেও আলোচনা ফুটবল নিয়ে, যদিও আক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

স্মরণীয় ফাইনাল! হাইকোর্টেও আলোচনা ফুটবল নিয়ে, যদিও আক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা: বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোনও লাতিন আমেরিকার দেশ বিশ্বকাপ জিতেছে। সেই দল আবার আর্জেন্টিনা, ট্রফি হাতে উঠেছে লিওনেল মেসির। এই স্বপ্নের মুহূর্ত এবং স্মরণীয় ফাইনাল নিয়ে আলোচনা হচ্ছে না এমন কোনও জায়গা বাকি নেই। কলকাতা হাইকোর্টের এজলাসেও ঢুকে পড়েছে ফুটবল নিয়ে চর্চা। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার ফুটবল নিয়ে আক্ষেপ করেছেন।

আরও পড়ুন- ফাইনালে হারতেই উত্তাল ফ্রান্স, ফুটবল প্রেমীদের সামলাতে চলল পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস

জানা গিয়েছে, সোমবার দুপুর ১টা নাগাদ বিরতিতে কলকাতা হাইকোর্টের এজলাসে ফুটবল নিয়ে আলোচনা শুরু করেন বিচারপতি থেকে আইনজীবী, হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক। সূত্রের খবর, বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, বিশ্বকাপের ফাইনাল সত্যি অনেক ফুটবলের স্মৃতিকে নতুন করে ফিরিয়ে দিল। অল্প বয়সে ফ্রান্সের এমবাপে দারুন খেলায় মুগ্ধ তিনি। এও জানা গিয়েছে, নিজেকে মারাদোনার ভক্ত বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, আর্জেন্টিনা জিতেছে। মেসি জিতেছেন, লাতিন আমেরিকার ফুটবল ছন্দই আলাদা। মারাদোনা যখন কোচ ছিলেন আর্জেন্টিনার, মেসি তখন ছাত্র।

তবে বাংলার ফুটবল নিয়ে আক্ষেপ করেছেন তিনি। তাঁর প্রশ্ন, সেই সোনালী দিন কোথায় গেল? পিকে, চুনি, বদরু, অমলের খেলা আর নেই। এ যেন অতীত। তবে অতীতের সুদিনগুলো আজও মধুর। এমনই বক্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি শেষ কবে সন্তোষ ট্রফি পেয়েছে বাংলা, খোঁজ নেন বিচারপতি। একই সঙ্গে তাঁর স্মৃতিচারণ, গতকাল এমবাপে একটা শর্ট নিয়েছিল, মনে পড়ে যায় পিকে বন্দ্যোপাধ্যায় হলে তিন কাটির মধ্যেই রাখতো। অমল দত্ত, পিকে বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ায় ডার্বি লেখা আর দেখা যায় না বলেও মত তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − one =