কলকাতা: দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বড় ধাক্কা খেয়েছেন গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে দিল্লি নিয়ে জেরা করার ইডির দাবিতে সম্মতি জানিয়েছে আদালত। আর এই নির্দেশ আসার পরেই বঙ্গে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বাক্যবাণ শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির নেতাদের মধ্যে। ঘাসফুল শিবির দাবি করছে, আদালতের এই রায়ের পিছনে বিজেপির হাত রয়েছে। অন্যদিকে, বিজেপির বক্তব্য, গোয়েন্দা সংস্থাগুলি আগের মতো আর খাঁচা বন্দি নয়। সব মিলিয়ে অনুব্রত ইস্যুতে ফের সরগরম বাংলা।
আরও পড়ুন- লালন মৃত্যুর তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন, আপত্তি জানাল রাজ্য
দিল্লির আদালতের স্পষ্ট নির্দেশ, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। তৃণমূল নেতাকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্টও পেয়েছে গোয়েন্দা সংস্থা। কিন্তু অনুব্রতর আইনজীবী দাবি করেছেন, অনেকদিন ধরেই এরকম একটা কিছু ঘটানোর চেষ্টা চলছিল, এখন সেটাই হয়েছে। এর পিছনে বিজেপির হাত আছে। এদিকে এই রায়ের বিরুদ্ধে তাঁরা দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারেন বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সি আদালতের নজরদারিতে তদন্ত করছে। ইউপিএ জমানার মতো খাঁচাবন্দি নয় তাঁরা। সুতরাং এই নিয়ে কিছু বলার নেই। তদন্ত শেষ হলে সব বোঝা যাবে।
গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে তৎপর ছিল ইডি। তা নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারকের এজলাসে প্রায় ২ ঘণ্টা মামলার শুনানি হয়েছিল শনিবার। তবে শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়। সোমবার এই মামলার রায় দেওয়া হবে বলেই জানিয়েছিল আদালত। এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে ইডির কোনও বাধা নেই। যে প্রোডাকশন ওয়ারেন্ট পেয়েছে তাঁরা সেটি আসানসোল আদালতে জমা দিলে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ট্রানজিট রিমান্ড পাবে ইডি।