Breaking: অনশন উঠল মেডিক্যালে, ভোট নিয়ে জানা গেল বড় তথ্য

Breaking: অনশন উঠল মেডিক্যালে, ভোট নিয়ে জানা গেল বড় তথ্য

কলকাতা: ২৬৪ ঘণ্টা পর অবশেষে অনশন উঠল মেডিক্যাল কলেজে। অনশন প্রত্যাহার করে নিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। একইসঙ্গে জানিয়ে দিলেন, ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্র সংসদের নির্বাচন করবেন তারা। এদিন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেনের হাতে ফলের রস পান করে অনশন ভাঙেন পাঁচ অনশনকারী। আন্দোলনকারীরা জানান, নিজেরাই ছাত্র সংসদ নির্বাচন করবেন। এমবিবিএসের চারটি বর্ষে ৫টি করে মোট ২০টি পদে নির্বাচন হবে। যা পরিচালনা করবেন চার বিশিষ্ট ব্যক্তি।

আরও পড়ুন- লালন মৃত্যুর তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন, আপত্তি জানাল রাজ্য

শুক্রবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের একটি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠক জলে ভেস্তেযায়। কোনও সমাধান সূত্র তো বেরোয়নি, উলটে উত্তপ্ত বাক্য বিনিময়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বৈঠক থেকে। অপর দিকে অনশনে বসা আরও এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সব মিলিয়ে মেডিক্যালের পরিস্থিতি আরও জটিল হয়। তবে সোমবার আশার খবর পাওয়া গেল মেডিক্যাল কলেজ থেকে। উল্লেখ্য, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। সোমবার হঠাৎ নির্বাচন স্থগিত বলে ঘোষণা করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাইরের রাজনৈতিক দলের প্রভাব খাটাতেই বারবার করে ছাত্র সংসদের নির্বাচন স্থগিত করা হচ্ছে। এবার নিজেরাই সেই ভোট করাবেন বলে ঠিক করেছেন পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *