জাতীয় স্তরে বড় স্বীকৃতি পেল ‘দুয়ারে সরকার’, পুরস্কৃত করছে কেন্দ্র

জাতীয় স্তরে বড় স্বীকৃতি পেল ‘দুয়ারে সরকার’, পুরস্কৃত করছে কেন্দ্র

কলকাতা: ভাবতে অবাক লাগলেও বিষয়টি সত্যি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কর্মসূচি ‘দুয়ারে সরকার’ জাতীয় ক্ষেত্রে বড় স্বীকৃতি পেল। কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে সেরা ‘পাবলিক ডিজিট্যাল প্লার্টফম’ হিসাবে পুরষ্কার পাচ্ছে এই প্রকল্প। সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা নবান্নেও পৌঁছেছে বলে খবর।

আরও পড়ুন- লালন মৃত্যুর তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন, আপত্তি জানাল রাজ্য

জানা গিয়েছে, ২০২৩ সালে জানুয়ারী মাসেই দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার রাজ্য সরকারের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পুরষ্কার দেওয়ার জন্য ৭ তারিখ ধার্য করা হয়েছে। কিন্তু কেন হঠাৎ এই প্রকল্প এই স্বীকৃতি পাচ্ছে? আসলে এই প্রকল্পটি চলে রিয়েল টাইম আপডেটের ভিত্তিতে। ডিজিট্যাল প্রযুক্তির মাধ্যমে এই ধরনের উদ্যোগ দেশের মধ্যে প্রথম। কিছুদিনের মধ্যে আবার একটি অ্যাপও আসছে। যে কেউ চাইলে নির্দিষ্ট পোর্টাল থেকে এই প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যেতে পারে। তাই এই খবরে স্বভাবতই দারুণ খুশি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বহু দিন ধরেই প্রশ্ন তুলে আসছে বিজেপি। কিন্তু কন্যাশ্রী থেকে শুরু করে একাধিক প্রকল্প এর আগে কেন্দ্রীয় স্বীকৃতি পেয়েছে। এবার ‘দুয়ারে সরকার’ও পেল। উল্লেখ্য, ২০২০ সালের ১ ডিসেম্বর রাজ্যে শুরু হয় এই পরিষেবা। আগে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পে ২৫টি পরিষেবা মিলত এখন পাওয়া যায় ২৭টি পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *