কলকাতা: বৃহস্পতিবার আবার আদালতে পেশ করা হল নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিনও তাঁর জামিনের আবেদন করা হবে বলে খবর যদিও এটা নিশ্চিত নয় যে জামিন হবে কিনা। কিন্তু অন্যান্য দিনের হাজিরার তুলনায় এদিন পার্থকে অনেক বেশি ফুরফুরে মনে হয়েছে। আজ আদালতে ঢোকার আগে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তিনি। তৃণমূল নেতা-কর্মীদের দলের প্রতিষ্ঠা দিবস ও নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান পার্থ। বেহালা মেট্রো নিয়েও কথা বলেন।
আরও পড়ুন- শেষের পথে ২০২২, এখনও উধাও কনকনে ভাব, জাঁকিয়ে শীত কবে? জানাল হাওয়া অফিস
আপাতত জেল হেফাজতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আজ সেই মেয়াদ শেষের ফলে আদালতে পেশ করা হল তাঁকে। নতুন বছরও কি জেলেই কাটবে পার্থ চট্টোপাধ্যায়ের? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এই মেজাজ অবাক করেছে অনেককেই। এদিন পার্থ বলেছেন, তৃণমূলের ২৫ তম প্রতিষ্ঠা উপলক্ষ্যে সকল সহকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। একই সঙ্গে বেহালার মানুষদের অভিনন্দন জানাচ্ছেন মেট্রোর জন্য। তিনি আশা রাখছেন বহু প্রতীক্ষিত জোকা–তারাতলা মেট্রো রেল চালু হবে শীঘ্রই। পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পর এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়। বিরোধীরা তোপ দেগে বলছে, দলের সঙ্গে তাঁর দূরত্বের বিষয়টি সাজানো ছাড়া কিছুই নয়। এইসব মন্তব্য থেকে তা স্পষ্ট।
গ্রেফতারির কিছুদিনের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা এবং দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও দল নিয়ে মন্তব্য করা ছাড়েননি তিনি। বরং একাধিকবার তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য এসেছে তাঁর থেকে। আজকের এই ঘটনা নিয়েও চর্চা তুঙ্গে। তবে তিনি জামিন পাবেন কি পাবেন না, এই নিয়ে আলোচনা সবক্ষেত্রেই বেশি হচ্ছে।