শেষের পথে ২০২২, এখনও উধাও কনকনে ভাব, জাঁকিয়ে শীত কবে? জানাল হাওয়া অফিস

শেষের পথে ২০২২, এখনও উধাও কনকনে ভাব, জাঁকিয়ে শীত কবে? জানাল হাওয়া অফিস

কলকাতা: দোড়গোড়ায় বড়দিন৷ কিন্তু, শীতের কনকনে আমেজ কই? প্রতীক্ষায় রাজ্যবাসী৷ গত কয়েকদিন ধরেই কলকাতায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী৷ তবে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় সামান্য কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কিছুটা কম। 

বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও ১ দিন রাজ্যজুড়ে শীত-শীত ভাব অনুভূত হবে৷ এর পরেই উত্তুরে হাওয়ার তীব্রতা কমে আসবে৷ তাপমাত্রার পারদ ওঠানামা করবে৷ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী ২ দিন সকালের দিকে কুয়াশায় ঢাকা থাকবে৷ রোদ ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। আকাশ পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই।