কলকাতা: দার্জিলিঙে আস্থাভোটের দিনই বড় ধাক্কা তৃণমূলের৷ শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়লেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং৷ আজ থেকেই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন বলে সাফ জানিয়ে দিলেন তিনি৷ ‘দার্জিলিংয়ে গণতন্ত্র বিপন্ন৷ পাহাড়, তড়াই, ডুয়ার্সে শান্তি ফেরাতে রক্ত ঝরাতেও তৈরি৷’ প্রেস বিবৃতি দিয়ে জানালেন বিনয় তামাং৷
আরও পড়ুন- উদ্বোধনের দিন থেকেই পরিষেবা নয়, কবে থেকে চালু জোকা-তারাতলা মেট্রো
পাহাড়ের রাজনীতি যখন অন্যদিকে বাঁক নিচ্ছিল, সেই সময় নিঃসন্দেহে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের পক্ষে৷ জিটিএ নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন বিনয় তামাং এবংতাতে জয়লাভও করেছিলেন৷ এর পর সময়ের সঙ্গে সঙ্গে পাহাড়ের রাজনীতিতে গোর্খা জনমুক্তি মোর্চা যতটা আবছা হয়েছে, ততটাই সক্রিয় হয়েছে হামরো পার্টি৷ কিন্তু জিটিএ নির্বাচনে পুরো চিত্রটাই উল্টে গিয়েছে৷ সক্রিয় হয়েছে অনিত থাপার দল৷ হামরো পার্টিকে হারিয়ে দার্জিলিং পুরসভায় আস্থাভোট জিতে গিয়েছে অনীতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অনীতের পাশে দাঁড়ান পাহাড়ের দুই তৃণমূল কাউন্সিলর। ক্ষমতা হারিয়ে জিটিএ-র মতো দার্জিলিং পুরসভাতেও প্রধান বিরোধী এখন অজয় এডওয়ার্ডের হামরো পার্টি।
দার্জিলিং পুরসভার ৩২টি আসনের মধ্যে ১৮টি আসনে জিতে বোর্ড গঠন করেছিল হামরো পার্টি। অন্য দিকে, অনীতের প্রজাতান্ত্রিক মোর্চা জিতেছিল ৯টি আসনে৷ এছাড়াও তৃণমূল কংগ্রেস ২টি এবং বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা জিতেছিল ৩টি আসনে। এর পরে জিটিএ ভোটে লড়ার জন্য প্রজাতান্ত্রিক মোর্চার এক কাউন্সিলর ইস্তফা দেন। সেই আসন এখনও ফাঁকাই পড়ে রয়েছে৷ ভোট হয়নি। ফলে, কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় ৩১। সম্প্রতি হামরো পার্টির ৫ কাউন্সিলর আবার দলত্যাগ করে হাত মেলায় প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে। এর ফলে অনীতের দলের কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় ১৪। এর পরেই পাহাড়ের সমীকরণ বদলে তৃণমূল জানায়, তারা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে মিলে পুরবোর্ড গঠন করবে। বুধবারের আস্থাভোটে ৩১ জন কাউন্সিলরের মধ্যে ১২ জন কাউন্সিলর হামরো পার্টিকে সমর্থন জানিয়েছে। পাশে দাঁড়িয়েছে গুরুংয়ের দলের ৩ কাউন্সিলরও। কিন্তু, তৃণমূলের ২ কাউন্সিলর এবং প্রজাতান্ত্রিক মোর্চার ১৪ জন কাউন্সিলর মিলে অনীতকে সমর্থন জানানোয় ঘুরে যায় পাহাড়ের খেলা৷ দার্জিলিং পুরসভার দখল নেয় অনীতের দল। এর পরেই প্রেস বিবৃতি দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন বিনয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>