বাংলায় নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে ! সিসিটিভি ফুটেজ দিয়ে জানাল রেল

বাংলায় নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে ! সিসিটিভি ফুটেজ দিয়ে জানাল রেল

নয়াদিল্লি:  বঙ্গে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস৷ প্রথম যাত্রাতেই যাত্রী পরিষেবার মান নিয়ে প্রশ্ন উঠেছিল৷ দ্বিতীয় দিনে ঘটে বিপর্যয়৷ বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ে কিছু মানুষ৷ তৃতীয় দিনেও আক্রান্ত হতে হয় সেমি হাইস্পিড এই ট্রেনকে৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি৷ বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে বিবৃতি জারি করে বলা হল, পশ্চিমবঙ্গ নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও চিহ্নিত করল রেল। 

আরও পড়ুন- মরসুমের শীতলতম দিন! রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত, কতটা শীতল কলকাতা?

হাওড়া-নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত ট্রেনের রেক লাগানো সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা গিয়েছে। এই ঘটনার পর অনেকেই অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সময়েই বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর থেকে ছোড়া হয়েছিল। তবে রেলের তরফে আজ নিশ্চিত করে জানাল হল, বাংলা থেকে নয়, পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। বৃহস্পতিবার এ কথা জানান, পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘‘বিহার থেকে পথর ছোড়ার ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। অভিযুক্ত ৪ ব্যক্তির গতিপ্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে যে, ওঁরা পাথর ছোড়ার মতলব নিয়ে ওখানে দাঁড়িয়েছিলেন।’’

প্রসঙ্গত, বন্দেভারতের প্রতিটি কামরায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেখানেই এই ছবি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে পাথর ছোড়ার সময় দেখেই স্থান নির্দিষ্ট করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছে রেল৷ এই বিষয়ে রেলের তরফে বিহারের প্রশাসনের কাছে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন একলব্য। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে রাজ্য জিআরপি, রাজ্য পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী৷  ২ জানুয়ারি মালদহের কুমারগঞ্জের পর ৩ জানুয়ারি ফের বন্দে ভারতের কাচের কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরপর দুদিন একই ঘটনা ঘটায় বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷