কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ডাক দিয়েছেন আইনজীবীদের একাংশ। এজলাসে অনেককে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছিল। তবে এজলাসে যাতে সবাই ঢুকতে পারে তার জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই মতো নিরাপত্তা বেড়েছে। তবে আদালতে প্রবেশে বাধা দেওয়ায় বড় সিদ্ধান্ত নেওয়া হল। আদালত অবমাননা রুল ইস্যু করলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আরও পড়ুন- থমকে বিচার প্রক্রিয়া? সোমের সংঘর্ষের পর মঙ্গলেও জারি হাই কোর্টের আইনজীবীদের সংঘাত
আদালত বয়কট নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে মঙ্গলবার। রুল ইস্যু করে সেই ফাইল প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন বিচারপতি মান্থা। এবার পরবর্তী সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মামলার নথি জমা দিয়ে কাল ও আজ ১৩ নম্বর এজলাসের সামনে অব্যবস্থা ছবি তুলে দেখান। আবার বিচারপতি মান্থার বাড়ির সামনের পোস্টারের অংশও দেখানো হয়। মূলত বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করা হয়েছে বলেই এই রুল জারি হয়েছে বলে জানা গিয়েছে। ওদিকে এজলাসে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টে জানিয়েছেন ডেপুটি সলিসিটর জেনারেল। তাঁর কথায়, আদালত চাইলে কেন্দ্র সেন্ট্রাল ফোর্স দিতে তৈরি।
সোমবার থেকে অশান্তি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। সকালে কোর্ট খুলতেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ডাক দেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ। বেলা একটু বাড়তেই অভিযোগ ওঠে, এই আইনজীবীরা অন্য আইনজীবীদেরও বিচারপতি মান্থার এজলাসে ঢুকতে দিচ্ছেন না৷ বিষয়টি জানার পরই ওসিকে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।