কলকাতা: পঞ্চায়েক ভোটকে পাখির চোখ করে দলীয় বৈঠকে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ লক্ষ্য, বাংলার ১০ কোটি মানুষের সুবিধা-অসুবিধার কথা জানা৷ ইতিমধ্যেই রাজ্যজুড়ে সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে৷ ‘দিদির সুরক্ষা কবচ’-এ অভিযোগ জানাতে গিয়েছিলেন দত্তপুকুরের এক ব্যক্তি৷ কিন্তু অভিযোগ জানাতে এসে তৃণমূলের এক কর্মীর কাছে চড় খেতে হল তাঁকে৷ ঘটনাটি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকার৷ স্থানীয় ওই বাসিন্দা যখন তৃণমূল কর্মীর হাতে মার খাচ্ছেন, তখন কাছেই ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ৷
আরও পড়ুন- ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়ল এক ধাক্কায়! বাংলায় শীতের হল কী
জানা গিয়েছে, আক্রান্ত ওই যুবকের নাম সাগর বিশ্বাস। অভিযোগ, মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এলে প্রথমে তৃণমূল কর্মীরা তাঁকে শাসায়। পরে গায়ে হাত তোলেন৷ সাগরকে টেনে এক চড় মারেন ওই স্থানীয় তৃণমূল কর্মী। পরে তাঁকে ধাক্কা দিতে দিতে ঘটনাস্থল থেকে বার করে দেওয়া হয়৷ অভিযোগ, সংবাদমাধ্যমের সামনে যাতে সাগর কোনও ভাবে মুখ না খোলেন, সে কারণেই ওই তৃণমূল কর্মীরা তাঁকে হুমকি দেন। তবে তাঁখে আটকানো যায়নি৷ পরে সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দেন। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে আক্রান্ত যুবকের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী রথীন ঘোষ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>