কলকাতা: প্রয়াত ‘একেন’ চরিত্রের স্রষ্টা বিশিষ্ট লেখক সুজন দাশগুপ্ত। বুধবার সকালে তাঁর কলকাতার বাড়ি থেকে লেখকের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷
আরও পড়ুন- আবার সেরার সেরা, এবার কোরিওগ্রাফির জন্য ওয়াশিংটনে পুরস্কৃত দক্ষিণী ছবি RRR
এমনিতে আমেরিকার নিউ জার্সিতেই থাকতেন বিখ্যাত গোয়েন্দা চরিত্র একেনবাবুর স্রষ্টা৷ তবে বেশ কয়েক মাস হল তিনি কলকাতাতেই ছিলেন। ‘দ্য একেন’ ছবির জন্য কলকাতায় এসেছিলেন। এখানে নিজস্ব ফ্ল্যাট রয়েছে তাঁর৷ মৃত্যুকালে সুজনবাবুর বয়স হয়েছিল ৮০ বছর। শেষ ৫০ বছর ধরে তিনি থাকতেন আমেরিকাতেই। বুধবার সকালে তাঁর বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় লেখকের মৃতদেহ। জানা গিয়েছে, তাঁর স্ত্রী মঙ্গলবারই শান্তিনিকেতনে যান। বুধবার সকালে পরিচারিকা এসে কলিং বেল বাজান। কিন্তু কেউ দরজা না খুললে ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীদের ডাকেন তিনি। কিন্তু, ভেতর থেকে কোনও সাড়া না মেলায় খবর দেওয়া হয় সার্ভে পার্ক থানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। বাথরুমের সামনের শোয়ার ঘরের মেঝে থেকে উদ্ধার হয় সুজনবাবুর নিথর দেহ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। সুজনবাবুর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা পরিবার৷
এ প্রসঙ্গে পর্দার একেন অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী বলেন, “আমি সত্যিই বুঝতে পারছি না। দশ মিনিট হল খবরটা শুনেছি। সব কিছু গুলিয়ে যাচ্ছে। কিছু ভাবতে পারছি না এখন।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>