কলকাতা: গত নভেম্বর মাসে এ রাজ্যের রাজ্যপাল হিসেবে যোগ দিয়েছেন সিভি আনন্দ বোস। আর রাজ্যপাল হওয়ার পর এই প্রথমবার দক্ষিণেশ্বর মন্দিরে গেলেন তিনি। রবিবার ভবতারিণী মন্দির এবং পাশের রাধামাধব মন্দির ঘুরে দেখলেন সস্ত্রীক রাজ্যপাল। তিনি জানিয়েছেন, এর আগে কর্মসূত্র কলকাতায় থাকাকালীন দক্ষিণেশ্বর গিয়েছিলেন তিনি। তবে বাংলার রাজ্যপাল হওয়ার পর এই প্রথম সেখানে পা রাখলেন। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর মন্দির চত্বর ঘুরে দেখে তিনি খুশি হয়েছেন।
আরও পড়ুন- আনন্দপুরে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অকুস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
সূত্র মারফৎ এও জানা গিয়েছে, এদিন বিকেলেই রাজ্যপালের মাদার হাউস যাওয়ার কথা। সেখানে গিয়ে তিনি মাদার টেরিজার সমাধিস্থলে যাবেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। বিকেল সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে তাঁর মাদার হাউজ যাওয়ার কথা। রাজ্যপাল নিজের বাংলা সম্পর্কে ভালবাসা এবং আগ্রহের কথা শুরু থেকেই বলে এসেছেন। এমনও জানা গিয়েছে যে তিনি বাংলাও শিখবেন এবং তার প্রস্তুতিও নিচ্ছেন। সেই প্রেক্ষিতে সরস্বতী পুজোর দিন রাজভবনে হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। সে নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে অন্য আলোচনা।
বৃহস্পতিবার রাজভবনে মহাসমারোহে পালিত হয়েছে বাগদেবীর আরাধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে সামিল হয়েছিলেন রাজ্যের একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে বিনোদন জগতের কুশিলবরা৷ ফলে তিনিই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে৷ ডক্টরেট উপাধি পাওয়া সিভি আনন্দ বোস সরস্বতী পুজোয় স্লেট পেন্সিল নিয়ে ‘অ আ ক খ’ লেখেন৷ সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষা শিক্ষা শুরু হয়েছে তাঁর।