কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে আর কয়েক মাসই। এই ভোটের দিকে নজর দিয়েই তৃণমূল কংগ্রেস নয়া কর্মসূচি শুরু করেছে যার নাম ‘‘দিদির সুরক্ষা কবচ’’। এই কর্মসূচিতেই ‘দিদির দূত’রা রাজ্যের জেলায় জেলায় পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দুঃখ, সমস্যার কথা শুনতে। সেই কর্মসূচির জন্যই তৈরি হওয়া গান এবার মুক্তি পেল। তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ, আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতিতে এই গান প্রকাশ পেয়েছে রবিবার।
আরও পড়ুন: মানুষের ক্ষোভ তাঁর কাছে আশীর্বাদ, কী ইস্যুতে বললেন অভিষেক
গত ২ জানুয়ারি ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির সূচনা হয়। এই নিয়ে ঘোষণা করেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি সম্পর্কে বোঝান দলীয় কর্মীদের। এখন তার গান যে ঘাসফুল শিবিরকে আরও বেশি উৎসাহিত করবে তা বলাই বাহুল্য। এর আগে একাধিক ক্ষেত্রে তৃণমূল গান প্রকাশ করেছে। সবকটি যে ভাইরাল হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিধানসভা ভোটের আগে শেষ গান ‘খেলা হবে’ কতটা জনপ্রিয় হয়েছিল তার আন্দাজ সকলের আছে।
রবিবার সকালে এই নয়া গান প্রকাশ করা হয়েছে এবং সে নিয়ে টুইট করেছে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজগুলি। বলা হয়েছে, এই গান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নিয়ে যে স্বপ্ন দেখেন তারই কথা বলছে এই গান। আগামী দিনে এই গানই যে বাংলার অ্যান্থেম হতে চলেছে সেই ব্যাপারেও ঘাসফুল শিবির নিশ্চিত।
The wait is finally over, #DidirSurakshaKawach song has been released.
A powerful song, a true celebration of our Hon’ble Chairperson @MamataOfficial’s dream for Bengal.
In the days to come, we are certain that this song will become an anthem of the Bengal Model. pic.twitter.com/AEa1USdlpY
— All India Trinamool Congress (@AITCofficial) January 29, 2023