‘আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যার,’ কেন্দ্রীয় বেজেট নিয়ে তীব্র কটাক্ষ মমতার

‘আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যার,’ কেন্দ্রীয় বেজেট নিয়ে তীব্র কটাক্ষ মমতার

2b5e1222e37c32c0ebe7d11822ff0f83

কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ তার আগে সংসদে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এদিকে, বুধবার বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ সব টাকা মেরে নিয়েছে কেন্দ্র৷ তাঁর কথায়, ‘‘এই বাজেটে কোনও আশার আলো নেই, সবটাই অমাবস্যার অন্ধকার। এটা ফিউচুরাস্টিক বাজেট নয়৷ এটা অপরচুনিস্টিক বাজেট।’’ এই বাজেট থেকে গরিব মানুষের কোনও উপকার হবে না বলেও দাবি তাঁর৷ 

আরও পড়ুন- নির্দেশ মেনে তিনজনের নাম প্রস্তাব সিবিআইয়ের, বিচারপতি তদন্ত নিয়ে এখনও অসন্তুষ্ট

তাঁর দাবি, ‘বাজেটের নামে দরিদ্র হয়েছে বঞ্চিত। একাংশ লাভবান৷ আজ পর্যন্ত কোনও কথা রাখতে পারেনি মোদী সরকার। ক্ষমতায় আসর পর বলা হয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে৷ ২ কোটি লোককে চাকরি দেওয়া হবে৷ সেখানে ৪০ শতাংশ চাকরি কমে গেছে। গরিবের দিকে তাকানো হয়নি৷’’ তাঁর বক্তব্যে উঠে এসেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের প্রসঙ্গও। এদিন তিনি বলেন, ‘উজালা প্রকল্পে কতজন সিলিন্ডার পেয়েছেন? মা-বোনেরা, একটা গ্যাস সিলিন্ডারের দাম কত? ১১০০ টাকা? ১১২০ টাকা? ১১৭০ টাকা? বাড়িয়েছে ৭০ টাকা। আর কমিয়েছে ৪ টাকা! এবার বলবে কমালো কে? পাচ্ছেন আপনারা বিনা পয়সায় গ্যাস উজালায়? যাদের দিয়েছিল ভোটের আগে?…না! এই বাজেট নট ফিউচারাস্টিক! এটা হচ্ছে টোটাল অপরচুনিস্টিক এই বাজেট!’ 

মমতা আরও বলেন, ‘সেল্ফ হেল্প গ্রুপ – বলছে আমরা সারা ভারত বর্ষে ৮১ লক্ষ করব। সেল্প হেল্প গ্রুপ তো কেন্দ্র করে না, করে রাজ্য। আমরা যখন ক্ষমতায় আসি এখানে ১ লক্ষ ছিল। আমরাই ১১ বছরে সেটা ১১ লক্ষ করেছি। ওটাকেই যুক্ত করে বলছে। রাজ্যগুলো যা করে, যুক্ত করে বলছে। তোমার ক্রেডিট কোথায়? তুমি সেল্ফ হেল্প গ্রুপকে ক্রেডিট পর্যন্ত ঠিক মতো দাও না। লজ্জা করে না?’

কেন্দ্রের সরকার কৃষকদের জন্য, বেকারদের জন্য কিছু করে না বলেও তোপ দাগেন মমতা। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি।