কারেন্ট না থাকলেও তো ওপরে যেতে হবে! অন্য আদালতেও প্রশ্নের মুখে CBI

কারেন্ট না থাকলেও তো ওপরে যেতে হবে! অন্য আদালতেও প্রশ্নের মুখে CBI

062aa9157ead80958ad4570e1fb5ad7d

কলকাতা: নিয়োগ কেলেঙ্কারির তদন্তের গতি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে একাধিকবার পড়তে হয়েছে সিবিআইকে। বা বলা যায় এখনও পড়ছে তারা। এবার আলিপুর আদালতও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিল। সিবিআইয়ের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারক বললেন, কারেন্ট না থাকলেও তো ওপরে যেতে হবে! এক কথায়, যত দেরিই হোক তদন্ত শেষ হওয়া চাই। 

আরও পড়ুন- একশো দিনের কাজের টাকা না দিলেই দুর্বার আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

কলকাতা হাইকোর্ট যেমন নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছে, অন্যদিকে আলিপুর আদালতেও চলছে। এখানে মূলত গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের গ্রেফতারির মামলার শুনানি হচ্ছে। এদিন এমনই এক মামলার শুনানিতে আদালতের বক্তব্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের গ্রেফতার করা হচ্ছে না। এদিকে হাইকোর্টের নির্দেশে যাদের নাম রয়েছে, তাদের নিয়েও তদন্ত হচ্ছে না। কেন, তা জানতে চান বিচারক। এক্ষেত্রে সিবিআইকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, বিশেষ পর্যায়ে পৌঁছতে গেলে তদন্তে গতি আনতে হবে। কারেন্ট না থাকলে লিফট নিয়ে ওপরের তলায় যাওয়া যায় না। কিন্তু যেতে তো হবে।