Aajbikel

একশো দিনের কাজের টাকা না দিলেই দুর্বার আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

 | 
মমতা

কলকাতা: একশো দিনের কাজের বকেয়া এখনও বাকি৷ এই নিয়ে তরজা জারি কেন্দ্র এবং রাজ্যের৷ বকেয়া না মিটলে এবার আন্দোলন হবে৷  হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানের সভা থেকে মমতা জানালেন, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা না দিলে এবার ‘দুর্বার’ আন্দোলন হবে। রাজ্যে পঞ্চায়েত ভোটের মুখে এই আন্দোলনের হুঁশিয়ারি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷

আরও পড়ুন- সরকার পড়েই যাচ্ছিল বাজেট ঘোষণার দিন! বিরাট মন্তব্য মমতার


বৃহস্পতিবার বর্ধমানের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে কর্মসংস্থান নিয়েও নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের কোনও দিশা নেই৷ তাঁর প্রশ্ন, ‘‘কেন এই সরকার ১০০ দিনের কাজের টাকা কেটে নিয়েছে?’’ মমতার অভিযোগ, ‘‘এই বাজেটে ৬০ হাজার কোটি টাকা কেটে নিয়েছে যাতে আগামী দিনে ১০০ দিনের কাজ না করতে পারে। ক্ষমতা দেখাচ্ছ? নির্বাচনের আগে বড় বড় কথা। কেন্দ্রীয় দল পাঠাচ্ছ? ছারপোকা কামড়ালে, কালিপটকা ফাটলে কেন্দ্রীয় দল। কারও বাড়িতে লক্ষ্মীর ভান্ডার থাকলেও কেন্দ্রীয় দল।’’ এখানেই থেকে থাকেননি তিনি৷ মমতার প্রশ্ন, ‘‘১০০ দিনের কাজের টাকা দিচ্ছ না কেন?’’ একশো দিনের কাজের টাকা না দিলে বাংলা ‘দুর্বার আন্দোলন’ গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি তাঁর। মমতার দাবি, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রাখলেও রাজ্য সরকার ৪০ লক্ষ কর্মদিবস তৈরি করেছে। রাজ্যে নিয়োগ নিয়ে তাঁর চ্যালেঞ্জ, ‘‘চাকরি তো হবেই। আইন মেনেই হবে। কার কত ক্ষমতা আছে?’’

Around The Web

Trending News

You May like