‘মাংস ঝলসে শিক কাবাব তৈরি হবে…’, পঞ্চায়েত ভোটের আগে মদন মন্তব্যে বিতর্ক

‘মাংস ঝলসে শিক কাবাব তৈরি হবে…’, পঞ্চায়েত ভোটের আগে মদন মন্তব্যে বিতর্ক

65fd4d0a739943e44e2c7338783dc021

 কলকাতা: দুয়ারে পঞ্চায়েত ভোট৷ জোর কদমে চলছে ভোট প্রস্তুতি৷ উন্নয়নকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস৷ পিছিয়ে নেই বিরোধীরাও৷ তাঁদের অস্ত্র দুর্নীতি৷ ভোট আবহে ফের বিতর্কিত মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের৷ বুধবার নিজের বিধানসভা এলাকার অন্তর্গত একটি খাদ্যমেলাতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের রঙিন নেতা। তাঁর মন্তব্য ঘিরেই এখন বিতর্কের ঝড়৷ 

আরও পড়ুন- ফেব্রুয়ারির শুরুতেই উর্ধ্বমুখী পারদ, এবার কি গরমে হাঁসফাস করবে কলকাতা?

এদিন মদন বলেন, ‘‘শিক কাবাব কীভাবে তৈরি হয় তা একটু শিখে রাখছি। পঞ্চায়েত নির্বাচনে শিকটাও কাজে লাগবে, কাবাবটাও লাগবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, ছেলেমেয়েরা কি সারাদিনই কাজ করবে? কাবাবটাও খাবে, কাজও করবে।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, “ভোটের দিন মাংস ঝলসে, মাখন, মধু আর ঘি দেওয়া হবে। শেষে লেবু, লঙ্কা আর বিটনুন দিয়ে কাবাব পরিবেশন হবে… ভোট তো এক থেকে দু’ঘণ্টার মধ্যেই শেষ হয়ে হবে।’’ তাঁর কথায়, ‘‘বিরোধীদের কোনও গোলকিপার নেই। এমনিতেই ৬-৭ গোল হয়ে যাবে।’’ ভোটের আগে মদনের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল।

অতীতেও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস নিয়ে অভিযোগ তুলেছে বিরোধীরা। এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কারানোর দাবি জানানো হয়েছে বিরোধীদের তরফে। এই পরিস্থিতিতে মদনের এই মন্তব্যে অন্য ইঙ্গিত দেখছেন বিরোধীরা। এ প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘জনগণ জেগে উঠলে উনিও এক থেকে দু’ঘণ্টা সময় পাবেন না। এটা বিজেপি-সিপিএম-কংগ্রেস ইস্যু নয়। এরা গণতন্ত্রের শত্রু।’ সিপিএম নেতা সুজন চক্রবর্তীও মদন উবাচে হিংসায় উস্কানি দেখছেন। তিনি বলেন, “মজার ছলে এখানে হিংসাকে প্রশয় দেওয়া হচ্ছে। যার সঙ্গে গণতন্ত্রের কোনও যোগাযোগই নেই। এটা ফ্যাসিস্টিক মনোভাবের প্রতিফলন।’’ উগ্র মনোভাব নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে বলেও দাবি তাঁর৷