বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় ইডির নজরে ধাবা মালিক, হাজিরার নির্দেশ

বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় ইডির নজরে ধাবা মালিক, হাজিরার নির্দেশ

কলকাতা: গত বুধবার বালিগঞ্জের একটি অফিস থেকে বিপুল টাকার হদিশ পেয়েছিল ইডি। এক বেসরকারি দফতরে বুধবার থেকে রাতভর তল্লাশি চালিয়ে তারা মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। প্রাথমিকভাবে ইডির সন্দেহ ‘প্রভাবশালী’ কোনও এক নেতার কয়লা পাচারের টাকার যোগ আছে এই উদ্ধার হওয়া অর্থের সঙ্গে। গোয়েন্দা সংস্থার হাতে এসেছিল এক ব্যক্তির নামও। এখন জানা গেল, দক্ষিণ কলকাতার এক ধাবার মালিক ওই ব্যক্তি, তাঁকে তলব করেছে তারা। 

আরও পড়ুন- রাজ্যপালের ভাষণের মাঝেই তুমুল হট্টগোল! কাগজ ছুড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের

গোয়েন্দা সূত্রে খবর, এই ধাবা মালিককে আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে। সেখানে গিয়েই তাঁকে হাজিরা দিতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে বেশ কিছু নথিপত্র। ইডি মনে করছে, কয়লা পাচারের সঙ্গে তিনি জড়িয়ে আছেন এবং ওই টাকার সঙ্গেও তাঁর যোগসূত্র আছে। এমনকি অভিযোগ, তাঁর মাধ্যমেই কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টা করতেন কোনও এক ‘প্রভাবশালী’ নেতা। বুধবার শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তল্লাশির ফলেই বালিগঞ্জ থেকে উদ্ধার হয় ওই বিপুল অর্থ। বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখেই গোয়েন্দারা এই অফিসের সন্ধান পেয়েছিলেন।