ভয় দেখিয়ে দলে নিতে চেয়েছিল বিজেপি! ভাই এবং ভ্রাতৃবধূকে নিয়ে মন্তব্য মমতার

ভয় দেখিয়ে দলে নিতে চেয়েছিল বিজেপি! ভাই এবং ভ্রাতৃবধূকে নিয়ে মন্তব্য মমতার

440d01a8769b8667f6a5d8873693506c

কলকাতা: কয়লা পাচারকাণ্ডের তদন্তে বালিগঞ্জে এক বেসরকারি সংস্থার অফিসে রাতভর তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। টাকা উদ্ধারের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এবং ভ্রাতৃবধূর দিকে আঙুল তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুতে এদিন বিধানসভায় বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, ভয় দেখিয়ে তাঁর ভাই এবং ভ্রাতৃবধূকে দলে নিতে চেয়েছিল বিজেপি! তারা যাননি, তাই নিশানা করা হচ্ছে। 

আরও পড়ুন- রাজ্যপালের ভাষণের মাঝেই তুমুল হট্টগোল! কাগজ ছুড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের

ইডি দাবি করেছে, বালিগঞ্জের টাকার সঙ্গে কোনও এক প্রভাবশালীর নেতার যোগ আছে। এই ঘটনায় জিটি ভাই নামে এক ব্যক্তির কথা জানতে পারেন তদন্তকারীরা। এই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর দাবি, ভবানীপুরে উপনির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তাঁর এবং মমতার ভ্রাতৃবধূর প্রচুর সম্পত্তি থাকার অভিযোগ করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার সেই অভিযোগের পাল্টাই এদিন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তাঁর ভাই এবং ভ্রাতৃবধূকে ভয় দেখিয়ে দলে নিতে চেয়েছিল বিজেপি। কিন্তু তারা যাননি, জানেন ‘দিদি’ রাগ করবেন, বকবে। এই না যাওয়ার কারণেই তাঁদের দুজনকে নিশানা করা হচ্ছে বলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।