জেলবন্দিদের মোবাইল ব্যবহার রুখতে কড়া হাইকোর্ট, গুচ্ছ নির্দেশ

জেলবন্দিদের মোবাইল ব্যবহার রুখতে কড়া হাইকোর্ট, গুচ্ছ নির্দেশ

2d96a2db67c1b16d233e9101f96fb140

কলকাতা: জেলবন্দিদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এই নিয়ে কড়া পদক্ষেপের কথা বলল কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের সব সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসাতে হবে বন্দীদের মোবাইল ব্যবহার রুখতে। মাদক মামলায় বহরমপুর জেলে থাকা দুই অভিযুক্তের জামিনের মামলায় এই নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন- আদালতের নির্দেশে ছাঁটাই ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর তালিকায় একাধিক তৃণমূল নেতার নাম

সোমবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, বন্দিদের আদালত থেকে ফিরিয়ে আনার পর আগে তাদের গোটা শরীরের তল্লাশি করতে হবে ওই স্ক্যানার মেশিন দিয়ে। মোবাইল সহ কোনও ইলেকট্রনিক গ্যাজেট যাতে জেলের ভিতরে ঢুকতে না পারে, সেই ব্যাপারে নিশ্চিত হতে হবে জেল কর্তৃপক্ষকে। আগামী চার সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে এবং আদালতে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে, এমন নির্দেশও এসেছে।