Aajbikel

আদালতের নির্দেশে ছাঁটাই ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর তালিকায় একাধিক তৃণমূল নেতার নাম

 | 
গ্রুপ ডি

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে ১,৯১১ জন গ্রপ ডি প্রার্থীর চাকরি গিয়েছে৷ ছাঁটাই হওয়ায় সেই ১৯১১ জনের তালিকায় উঠে এল একেক পর এক তৃণমূল নেতার নাম৷ বাঁকুড়ার থেকে একাধিক তৃণমূল নেতার নাম উঠে এসেছে৷ দুর্নীতিতে নাম জড়িয়ে চাকরি হারালেন বাঁকুড়ার পাতালঘড়ির তৃণমূলের বুথ সভাপতি৷ তাঁর সঙ্গে চাকরি হারিয়েছেন তাঁর ভাইও৷ চাকরি বাতিলের তালিকায় ১০৬৮ নম্বরে রয়েছে তৃণমূল নেতা আদেশ চট্টোপাধ্যায়ের নাম৷ ১৯০৩ নম্বরে রয়েছে তৃণমূল নেতার ভাই উত্তম চট্টোপাধ্যায়ের নাম৷ 

আরও পড়ুন- এক সঙ্গে বাতিল ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি, মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ঘণ্টা বাজাবে কে?

২০১৮ সালে বাঁকুড়ার হিন্দু হাই স্কুলে শিক্ষাকর্মীর চাকরি পেয়েছিলেন উত্তর চট্টোপাধ্যায়৷ বাঁকুড়ার ক্ষিরোদপ্রসাদ হাই স্কুলের শিক্ষাকর্মী ছিলেন আদেশ চট্টোপাধ্যায়৷ শুক্রবার কলকাতা হাই কোর্টের নির্দেশে যে ১৯১১ জনের চাকরি গিয়েছে, তার মধ্যে একের পর এক তৃণমূল নেতার নাম উঠে আসায় অস্বস্তিতে শাসকদল৷ 

এদিকে, তালিকায় আদেশ চট্টোপাধ্যায়ের নাম দেখার পর তাঁর ভাই বলেন, ‘‘দাদা পরীক্ষা দিয়ে এসেছিল৷ সেখানে সাদা খাতা জমা দিয়ে এসেছিল কিনা, তা তো বলা সম্ভব নয়৷ আমি যতদূর জানি কোনও রকম টাকা-পয়সা দিয়ে চাকরি করা হয়নি৷’’ শাসক দলের কর্মী হওয়ায় প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার যে অভিযোগ উঠেছে, তা খারিজ করে দিয়েছেন তিনি৷ 

Around The Web

Trending News

You May like