শ্রম দিয়েছি, বেতন কেন ফেরত দেব? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ গ্রুপ ডি কর্মীদের

শ্রম দিয়েছি, বেতন কেন ফেরত দেব? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ গ্রুপ ডি কর্মীদের

3dbdbb00e97c4f49629361e564d109c7

কলকাতা:  কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর৷ পাশাপাশি তাঁদের চাকরির প্রথম দিন থেকে বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরি হারানো গ্ৰুপ ডি কর্মীরা।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে কী চমক থাকছে? নজরে রাজ্য বাজেট

নিয়োগ দুর্নীতির অভিযোগেই ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীচে চাকরি থেকে সরামোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ পাশাপাশি, সরকারের কাছে থেকে নেওয়া এতদিনের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে গ্রুপ ডি-র ওই চাকরি প্রাপকরা চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। এ বার বেতন ফেরত দেওয়ার নির্দেশকেও চ্যালেঞ্জ জানালেন তাঁরা৷ বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন স্কুলে চাকরি হারানো গ্রুপ ডি-র কর্মীরা৷ 

স্কুলের গ্রুপ ডি পদ থেকে চাকরি হারানোরা প্রার্থীদের সওয়াল, তাঁরা গত ৫ বছর ধরে চাকরি করছেন। চাকরি পাওয়ার পর থেকে তাঁরা শ্রমও দিয়েছেন। তা হলে এখন কেন বেতন ফেরত দিতে বলা হচ্ছে? এদিন এ সম্পর্কে কোনও মন্তব্য করেনি আদালত৷ ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, বৃহস্পতিবার এই নিয়ে বিস্তারিত শুনানি হবে।

গ্রুপ ডি নিয়োগে ব্যপক দুর্নীতি হয়েছিল৷ ২৮২৩ জন প্রার্থীর ওএমআর শিট বিকৃত করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে স্বীকার করে নিয়েছিল এসএসসি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, এই ২৮২৩ জনের মধ্যে ১৯১১ জনকে রাজ্যের বিভিন্ন স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে৷