কলকাতা: কোভিড পরিস্থিতি নিয়ে লাগাতার চিন্তায় থেকে আম জনতা। দেশ তথা রাজ্যে সংক্রমণ দিন দিন বেড়েছে একটা সময়ে। মৃত্যুও ঘটেছে অনেক। কিন্তু শেষ কয়েক মাস যাবত করোনা পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে। সংক্রমণ এবং মৃত্যু প্রায় তলানিতে ঠেকেছে। কিন্তু আদতে কোভিড নিস্তার দিয়েছে তো, নাকি গোপনে গোপনে বাড়ছে? তা নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে। আর তাই শহর ও গ্রামের নিকাশি নালা থেকে সংগৃহীত জলের নমুনা পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- শিবরাত্রিতে ঝমঝমিয়ে বৃষ্টি জেলায়, কিছুক্ষণের মধ্যেই ভিজবে কলকাতা? যা জনাল হাওয়া অফিস
করোনা রোগীর সংখ্যা এখন তলানিতে এসেছে। তাই স্বাভাবিক নিয়মে পরীক্ষাও আগের থেকে কমে গিয়েছে অনেকটাই। তবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই গিয়েছে। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একাধিক নির্দেশ দিয়েছে রাজ্যকে। সেই নির্দেশ মেনে রাজ্যের পুর ও পঞ্চায়েত দফতর এবং কলকাতা পুরসভাকে ‘ওয়েস্ট ওয়াটার সার্ভেল্যান্স’-এর জন্য চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। বর্তমানে যা অবস্থা তাতে সামান্য উপসর্গ থাকলে কেউ করোনা পরীক্ষা করান না। কিন্তু তলে তলে যে ভাইরাস থেকে যেতে পারে সেই আশঙ্কা আছে। তাই তাঁর শরীরের বর্জ্য পদার্থ নিকাশির যে জলে মিশবে, সেই জলের নমুনা পরীক্ষা করলেই করোনার অস্তিত্ব মিলবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বিএফ.৭-ও আক্রান্ত কিনা বুঝবেন কী ভাবে? Know about symptoms of Omicron sub-variant BF.7″ width=”560″>
জানা গিয়েছে, এইভাবে নিয়মিত নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। যদি কোনও ভাইরাসের হদিস মেলে তাহলে তা কোন প্রজাতির তাও নিশ্চিত করা হবে। এইভাবেই পরবর্তী করোনা ঢেউ থেকে বিরত থাকার উপায় ভাবা হয়েছে।