‘মোটাদা টুকি’, জেলের ভিতরে টিপ্পনিতে জেরবার, রেগে কাঁই পার্থ চট্টোপাধ্যায়

‘মোটাদা টুকি’, জেলের ভিতরে টিপ্পনিতে জেরবার, রেগে কাঁই পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা: জেলে একদম ভালো নেই তিনি৷ দিন কয়েক আগেই তাঁকে লক্ষ্য করে মল ভরতি মগ ছুড়েছিল জঙ্গি মুসা৷ আচমকা মল আক্রমণ থেকে বাঁচতে তাড়াহুড়ো করে সরতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিলেন তিনি৷ চোট লেগেছিল থুতনিতে৷ এসএসকেএম-এর একদল চিকিৎসক বুধবার এসে তাঁর শারীরিক পরীক্ষা করে যান৷ তাঁরা জানান, ভালো আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু বিড়ম্বনার এখানেই শেষ নয়৷ জেলের অন্দরে এবার ‘সাইজ’ নিয়ে কটূকথা শুনতে হচ্ছে তাঁকে৷ 

আরও পড়ুন- আবার প্রশ্ন ভুলের অভিযোগ টেটে! হাইকোর্টে গেল পরীক্ষার্থীরা

চোট সামলে গেলেও এখন জেল বন্দি কয়েদিদের টিপ্পনি শুনতে শুনতে তিনি নাজেহাল। পার্থ চট্টোপাধ্যায় যখন জেলের বাইরে ছিলেন, তখনও দলের ভিতরেও কেউ কেউ তাঁকে ‘মোটা দা’, ‘টেন এক্সেল’ বলে মশকরা করতেন। কিন্তু, তেমন মশকরা জেলের ভিতরে শুনতে হবে সেটা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি৷ আর এই সব শুনে বেজায় চটেছেন প্রাক্তন মন্ত্রী। ছিঁচকে চোরেদের কাছ থেকে এহেন মশকরা, টিটকিরি, সহ্য করতে পারছেন না তিনি। 

এমনিতে নিজের সেল থেকে বিশেষ বার হন না পার্থ। সেলে বসেই বইপত্র ঘাঁটাঘাটি করেন৷  বিশ্রাম নেন৷ তিনি যখন সেলে বসে থাকেন তখন বাইরে থেকে বারবার তাঁকে ‘মোটু টুকি, মোটকা দা টুকি’ বলে উত্যক্ত করা হচ্ছে। দিনভর টিটকিরি শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ এমনকি এই বিষয়ে কারারক্ষীদের এবং জেল কর্তৃপক্ষর কাছে নালিশও ঠুঁকেছেন তিনি৷ কারা পার্থবাবুর চেহারা নিয়ে এহেন মশকরা করছে? খোঁজ শুরু করে জেল কর্তৃপক্ষ। তাতে দেখা গেল এটি ছিঁচকে চুরির অপরাধে জেল খাটতে আসা দুই চোরের কাণ্ড। এই ঘটনার পরই পার্থর সেলের কাছ থেকে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।