×

আবার প্রশ্ন ভুলের অভিযোগ টেটে! হাইকোর্টে গেল পরীক্ষার্থীরা

 
অভিজিৎ

কলকাতা: ফের টেট পরীক্ষায় প্রশ্নপত্র ভুলের অভিযোগ! দাবি করা হয়েছে ৭টি প্রশ্ন ভুল। এই নিয়ে ফের মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই এই মামলার শুনানি হবে। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুক্লা ভট্টাচার্য-সহ সাত টেট পরীক্ষার্থী। 

আরও পড়ুন- মাদ্রাসা পরীক্ষার দিন বদল, সরকারি কর্মীদের ধর্মঘটের দিনও বদলে গেল

২০২২ সালের টেট পরীক্ষা যে একদম স্বচ্ছ হবে এবং ভুলভ্রান্তি ছাড়া হবে তার আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি পর্ষদ সভাপতিও সকল পরীক্ষার্থীদের আশা জুগিয়েছিলেন যে এবারের টেট নিয়ে কোনও অভিযোগ আসতে পারবে না। কিন্তু তেমনটা হল না। পরীক্ষার্থীদের অভিযোগ, টেটের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে উত্তরপত্র প্রকাশিত হয়, তা মিলিয়ে তাঁরা দেখেছেন অন্তত ৭টি প্রশ্নে ভুল রয়েছে। এরপরেই সঙ্গে সঙ্গে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আর এই মামলার পরেই টেট নিয়ে বিস্তর প্রশ্ন উঠে গেল ইতিমধ্যেই।

বিশেষজ্ঞদের বক্তব্য, আগামী দিনে যদি প্রমাণ হয়ে যায় বা পর্ষদ ৭টি প্রশ্ন ভুল থাকার বিষয়টি স্বীকার করে নেয়, তাহলে নিয়োগ নিয়ে জটিলতা বাড়বে। কারণ যারা ওই ৭টি প্রশ্নের উত্তর দেবে তাঁরা ভুল উত্তর দিলেও পুরো নম্বর দিতে হবে পর্ষদকে। তাতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সংখ্যা বাড়তে পারে। এক কথায়, ঘুরেফিরে সেই আগের মতোই টেট নিয়ে অভিযোগ এবং আশঙ্কা দুইই বাড়ল। এর আগে টেট পরীক্ষাতে একইভাবে প্রশ্ন ভুল করেছিল পর্ষদ। যা পরে তারা আদালতে স্বীকারও করে নেয়। 

From around the web

Education

Headlines