কলকাতা: সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে রাজ্য। ঘটতে পারে তাদের পদোন্নতি। সোমবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই এই নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কিছু শর্তের কথা বলা হয়েছে এই বৈঠকে, যা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- নিশীথ-কাণ্ডে কড়া বিবৃতি রাজভবনের, বিজেপির দাবি মেনে রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যে?
সিভিক ভলান্টিয়াররা স্থায়ী চাকরি পেতে পারেন! এদিন নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে এমনই ইঙ্গিত মিলেছে। যদিও সকল সিভিক ভলান্টিয়াররা এই সুযোগ পাবেন না। জানা গিয়েছে, কোনও সিভিক ভলান্টিয়ার ভাল কাজ করলে তিনি স্থায়ী চাকরির সুযোগ পাবেন। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, সিভিকরা কনস্টেবল হিসাবে স্থায়ী চাকরি পেতে পারেন ভবিষ্যতে। তবে এমনটা করা যায় কিনা সে ব্যাপারে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে থাকা স্বরাষ্ট্র দফতরকে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যের অনেক থানাতেই অনেক কনস্টেবল পদ খালি রয়েছে। কারণ, অনেক কনস্টেবলের পদোন্নতি হয়েছে। তাই সেই জায়গা ভরাট করতে নবান্ন সিভিক ভলেন্টিয়ারদের কথাই ভাবছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”জড়িয়ে পড়ছেন কি টলি-বলির সুন্দরী লাস্যময়ীরা? Glamorous women who got involved in several scams” width=”560″>
জানা গিয়েছে, গোটা বিষয়ের জন্য একাধিক শর্তও রাখা হয়েছে এবং ‘ভাল’ সিভিক ভলেন্টিয়ারদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপারদের। সূত্র মারফত জানা গিয়েছে, কাজের ক্ষেত্রে যোগ্য লোককেই সুযোগ দেওয়া হবে। পাশাপাশি ভাল কাজের জন্য যাদের নাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশ করবে মূলত তারাই সুযোগ পাবে এমন আভাস মিলেছে। বিশেষজ্ঞদের মতে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এমন বিষয় নিয়ে ঘোষণা স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দলের প্রতি মানুষের নজর আরও বাড়িয়ে দেবে।